“হয়ে গিয়েছে ট্রোল? এবার জীবনে এগিয়ে যান”, জুতো পরে মসজিদে প্রবেশ করায় কটাক্ষের জবাবে কী বললেন সোনাক্ষী সিনহা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি হিন্দু ধর্মের হলেও বিয়ে করেছেন জাহির ইকবালকে। বিয়ের সময় এই নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। বরং চারিদিকে সকলেই এই বিষয় নিয়ে ছিঃ ছিঃ করতে থাকেন। সেই সময় ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ টেনে আনেন অনেকে। যদিও সেসব পাত্তা দেননি অভিনেত্রী। বরং তিনি নিজের জীবনে এগিয়ে গিয়েছেন নিজের মতন করে। দীর্ঘ কয়েক বছর প্রেমের পর জাহিরকে বিয়ে করেন সোনাক্ষী।

আরও পড়ুন,
প্রেমে মত্ত হার্দিক পান্ডিয়া, প্রাক্তন স্ত্রী নাতাশা কী প্রতিক্রিয়া দিলেন?

ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য মাঝেমধ্যেই বিতর্কে জড়ান সোনাক্ষী সিনহা। এবার ফের বিতর্কে জড়ালেন তারা। সম্প্রতি সোনাক্ষী তার সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাদের দেখা গিয়েছে একটি মসজিদে হেঁটে বেড়াচ্ছেন তারা। তাদের পায়ে দেখা যাচ্ছে জুতো। তবে কি সোনাক্ষী ও জাহির জুতো পরে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন? আর এই নিয়েই তীব্র হতে থাকে কটাক্ষ।

আরও পড়ুন,
প্রেমিকাকে বিয়ে করার পথে একমাত্র কাঁটা হয়ে দাঁড়ান স্ত্রী, রাগে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী

অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন সোনাক্ষী। সম্প্রতি স্বামী জাহির ইকবালকে নিয়ে আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে গিয়েছিলেন সোনাক্ষী। সেখানে তারা যেমন ঘুরেছেন তেমনই নিজেদের মতন করে সময় কাটিয়েছেন। তুলেছেন একাধিক ছবি। সোনাক্ষীর পরনে ছিল সবুজ ছাপ দেওয়া একটি চুরিদার ও মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়েছিলেন তিনি। অপরদিকে জাহিরের পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট এবং চোখে রোদচশমা।

তবে সকলের নজর পড়েছে তাদের পায়ের দিকে। তাদের দু’জনের পায়ে রয়েছে জুতো। অনেকেই প্রশ্ন তুলেছেন, মসজিদে জুতো পরে তারা কীভাবে প্রবেশ করলেন? কারণ ধর্মীয় স্থানে জুতো পরে যাওয়ার নিয়ম নেই। আর এরপরই নেট দুনিয়ার মানুষদের এক হাতে নিলেন সোনাক্ষী। তিনি লেখেন, “সেই কারণেই জুতো পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গিয়েছে ট্রোল্‌ করা, এ বার জীবনে এগিয়ে যান।”

আরও পড়ুন,
বিয়ের পর প্রথমবার করবা চৌথ পালন করলেন হিনা খান, স্ত্রী হিনার পা ছুঁয়ে প্রণাম করলেন রকি

error: Content is protected !!