Gujarat: বিজেপিশাসিত গুজরাটে আচমকা তীব্র রাজনৈতিক আলোড়ন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সমস্ত মন্ত্রীই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন সকল মন্ত্রীরা। সূত্রের খবর, ভূপেন্দ্র প্যাটেল ইতিমধ্যেই সেই সমস্ত পদত্যাগপত্র গ্রহণও করেছেন। ফলে কার্যত একমাত্র তিনিই এখন রাজ্যের মন্ত্রী পরিষদের মুখ।
কেন এই গণপদত্যাগ?
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভায় বড় রদবদল আনতে চলেছে গেরুয়া শিবির। সেই কারণেই গণপদত্যাগের সিদ্ধান্ত। একই সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণেরও পরিকল্পনা নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বর্তমানে গুজরাটে মন্ত্রীর সংখ্যা ১৬, যা বেড়ে ২৬ করা হতে পারে বলে সূত্রের খবর। অর্থাৎ, রাজ্যে আরও দশজন নতুন মুখ যোগ দিতে চলেছেন মন্ত্রী পরিষদে।
শপথের প্রস্তুতি ও সম্ভাব্য পরিবর্তন
জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। দলীয় সূত্রে খবর, নতুন মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে। পাশাপাশি বর্ণ ও সম্প্রদায়ভিত্তিক প্রতিনিধিত্বও নিশ্চিত করতে চাইছে দল।
খবর
বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মুখ, গেরুয়া শিবিরে নাম লেখালেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর
মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে কি?
সবচেয়ে বড় প্রশ্ন এখন—ভূপেন্দ্র প্যাটেল থাকছেন কি না মুখ্যমন্ত্রীর পদে? বিজেপির অভ্যন্তরে এ নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, ২০২7 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সংগঠন ও প্রশাসনে নতুন উদ্যম আনতেই এই বড়সড় পদক্ষেপ বিজেপির। তবে শেষ পর্যন্ত ভূপেন্দ্র প্যাটেলই কি থাকবেন মুখ্যমন্ত্রীর আসনে, নাকি দেখা যাবে নতুন মুখ—এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
#Gujarat
#BreakingNews #GujaratPolitics #BJP #BhupendraPatel #Resignation #CabinetReshuffle #AmitShah #JPNadda #GujaratGovernment #IndianPolitics #PoliticalCrisis #MahatmaMandir #GujaratNews #ModiShahStronghold #DigitalNews