দীর্ঘ ১৫ বছর পর ফের কলকাতা থেকে লন্ডনগামী বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর থেকে চালু হবে এই বহু প্রতীক্ষিত রুট। তবে সরাসরি নয়— কলকাতা থেকে মুম্বই হয়ে লন্ডন যাবে এই বিমান।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ইকোনমিক ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫,১৪৫ টাকা। অন্যদিকে স্ট্রেচ আসনের রিটার্ন টিকিটের ভাড়া পড়বে ১,২৬,১৯১ টাকা।
ফ্লাইট সূচি
ইন্ডিগোর ৬ই৬২৯৭ নম্বর উড়ান কলকাতা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে মুম্বই পৌঁছবে। সেখান থেকে যাত্রীরা ৬ই১ নম্বর লন্ডনগামী বিমানে উঠবেন, যা দুপুর ২টো ৪৫ মিনিটে মুম্বই থেকে ছাড়বে।
অন্যদিকে লন্ডন থেকে ফেরার সময়ও একই দিনে ফ্লাইটের ব্যবস্থা থাকবে। ২৬ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে লন্ডন থেকে ছাড়বে ৬ই২ উড়ান, যা পরদিন সকাল ১১টা ৪৫ মিনিটে মুম্বই পৌঁছবে। সেখান থেকে ৬ই৬৫৫৪ নম্বর উড়ান দুপুর ৩টেয় ছাড়বে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে।
পুরনো স্মৃতি ফিরিয়ে আনছে ইন্ডিগো
২০০৮ সালে এয়ার ইন্ডিয়া এবং ২০০৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা-লন্ডন রুটে পরিষেবা বন্ধ করে দেয়। এরপর থেকেই সরাসরি লন্ডনগামী উড়ান আর চালু হয়নি। জার্মানির লুফথানসা-ও ২০১২ সালে ফ্রাঙ্কফুর্ট-কলকাতা রুট বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর ফের আন্তর্জাতিক আকাশে কলকাতার উপস্থিতি জোরদার করতে এই পদক্ষেপ ইন্ডিগোর।
খবর
Toto Registration: অনলাইনে কীভাবে টোটোর রেজিস্ট্রেশনের আবেদন করবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি
ভারত-চিন উড়ানও ফিরছে
শুধু লন্ডন নয়, ভারত ও চিনের মধ্যেও পাঁচ বছর পর ফের সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকেই কলকাতা ও গুয়াংঝু-র মধ্যে বিমান চলাচল শুরু হবে। কোভিড মহামারীর সময় বন্ধ হয়ে যাওয়া এই রুট আবার সচল করতে উদ্যোগ নিয়েছে সংস্থা।
ইন্ডিগোর এই নতুন রুট চালু হওয়ার ফলে আন্তর্জাতিক যাত্রীদের জন্য খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা। একদিকে যেমন কলকাতার সঙ্গে লন্ডনের সংযোগ পুনরুজ্জীবিত হচ্ছে, তেমনই ফের তৈরি হচ্ছে ভারত-চিন বাণিজ্যিক যোগাযোগের নতুন অধ্যায়।
খবর
Toto: টোটো চালকদের মিলবে ড্রাইভিং লাইসেন্স, কি জানিলেন পরিবহণমন্ত্রী
#IndiGoAirlines #KolkataLondonFlight #AviationNews #InternationalFlights #TravelUpdate #KolkataAirport #LondonHeathrow #IndiaChinaFlights #GuangzhouRoute #AirTravel #BreakingNews #IndiGoUpdates