বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সূত্রের খবর, খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন পরিণীতি। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। যে কোনও মুহূর্তে সুখবর আসতে পারে তারকাদম্পতির জীবনে।
চলতি বছরের অগস্ট মাসে নিজেদের প্রথম সন্তানের আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন পরিণীতি ও রাঘব। একটি কেকের ছবিতে লেখা ছিল, “১+১=৩”, সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।”
বিনোদন
‘আজ এক মাস হল, শেষ মুহূর্তে জ়ুবিনের সঙ্গে ঠিক কী হয়েছিল? আবেগঘন পোস্টে পাপনের
শনিবার ধনতেরস উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের বাড়ির আলোয় মোড়া বাগানের ছবি শেয়ার করেছিলেন পরিণীতি। তবে সন্তানের জন্ম নিয়ে কোনও সরকারি বিবৃতি এখনও প্রকাশ করেননি তিনি বা রাঘব।
জানা গিয়েছে, অভিনেত্রী বর্তমানে দিল্লিতেই রয়েছেন। কারণ, পরিবারের ইচ্ছে ছিল গর্ভাবস্থার শেষ পর্যায়ে পরিণীতিকে একা না রাখা। তাই কয়েক দিন আগে মুম্বই থেকে দিল্লি উড়ে যান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে হয়েছিল পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার। বিয়ের পর থেকে পরিণীতি বড়পর্দায় কাজ থেকে কিছুটা বিরতিই নিয়েছেন। এবার তাঁদের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায় — পিতামাতা হওয়ার আনন্দ।
#ParineetiChopra #RaghavChadha #BollywoodNews #CelebrityBaby #ParineetiPregnancy #EntertainmentNews #BollywoodCouple #BabyOnTheWay #ParineetiRaghav