বাংলার শিক্ষা ক্ষেত্রে ফের একবার সাফল্যের জোয়ার। সম্প্রতি প্রকাশিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর জাতীয় স্কুল র্যাঙ্কিং-এ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যের একাধিক নামী স্কুল। বিশেষ করে রাজ্য সরকার পোষিত স্কুলগুলির মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ এবং যোধপুর পার্ক বয়েজ স্কুল-এর অর্জন গোটা রাজ্যের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
দেশের সরকারি ডে স্কুল বিভাগের তালিকায় ১২ নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। আর ২৩ নম্বরে রয়েছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। প্রথম ৩০-এ স্থান পাওয়া এই দুই স্কুলের কৃতিত্বে উজ্জ্বল পশ্চিমবঙ্গ। শিক্ষা মহলের মতে, সরকারি পৃষ্ঠপোষকতায় থেকেও এই দুই প্রতিষ্ঠান যেভাবে শিক্ষার মান ধরে রেখেছে, তা প্রশংসনীয়।
বেসরকারি স্কুলের দাপটও কম নয়
বেসরকারি স্কুলের তালিকাতেও শীর্ষে রয়েছে কলকাতার একাধিক নামী প্রতিষ্ঠান।
সেন্ট জেভিয়ার্স কলিজিয়েট স্কুল রয়েছে চতুর্থ স্থানে,
লা মার্টিনিয়ার ফর বয়েজ পঞ্চম স্থানে,
ক্যালকাটা বয়েজ স্কুল সপ্তম স্থানে,
আর সেন্ট জেমস ও সেন্ট লরেন্স স্কুল যৌথভাবে একাদশ স্থানে।
মেয়েদের স্কুলের তালিকাতেও উজ্জ্বল বাংলা
ভিন্টেজ গার্লস ডে স্কুল ক্যাটাগরিতেও বাংলার দাপট স্পষ্ট।
লরেটো হাউজ, মিডলটন রো দেশের মধ্যে দ্বিতীয়,
লা মার্টিনিয়ার ফর গার্লস তৃতীয়,
দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট ১৩ নম্বরে,
গোখেল মেমোরিয়াল ১৭ নম্বরে,
ক্যালকাটা গার্লস ২১ নম্বরে,
আর বউবাজার লরেটো ২৪ নম্বরে।
বয়েজ ডে স্কুল র্যাঙ্কিংয়ে হাওড়ার দুই স্কুলের নজরকাড়া সাফল্য
হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ দেশের বয়েজ ডে স্কুল তালিকায় তৃতীয় স্থানে। তার ঠিক পরেই চতুর্থ স্থানে রয়েছে ডন বসকো পার্ক সার্কাস। এই তালিকায় আরও রয়েছে
অগ্রসেন বয়েজ স্কুল (হাওড়া) – নবম স্থানে,
সেন্ট অগাস্টিন (কালিম্পং) – ১৬ নম্বরে।
কো-এড স্কুল বিভাগেও কলকাতার উজ্জ্বল উপস্থিতি
লক্ষ্মীপৎ সিংহানিয়া স্কুল দেশের সেরা কো-এড ডে স্কুল তালিকায় ৯ নম্বরে,
এবং মডার্ন হাই স্কুল ফর গার্লস সার্বিকভাবে গার্লস স্কুলের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
সার্বিক বিশ্লেষণ
‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর এই তালিকায় দেখা গেছে, সরকারি ডে স্কুল বিভাগের প্রথম দশে স্থান পেয়েছে দিল্লির চারটি, চণ্ডীগড়ের তিনটি এবং ওড়িশার একটি স্কুল। কিন্তু তাদের মধ্যে দুই বাংলার সরকারি স্কুলের উজ্জ্বল সাফল্য নিঃসন্দেহে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের দিকটি তুলে ধরছে।
শিক্ষামহলের মতে, “যাদবপুর বিদ্যাপীঠ ও যোধপুর পার্ক বয়েজের এই সাফল্য গোটা বাংলার গর্ব। সরকারি পরিকাঠামোর মধ্যেও মানসম্পন্ন শিক্ষা ও আধুনিক শিক্ষণ পদ্ধতি বজায় রাখা যে সম্ভব — এই তালিকা তারই প্রমাণ।”
#EducationWorldRanking #BengalPride #KolkataSchools #JadavpurVidyapith #JodhpurParkBoys #TopIndianSchools #WestBengalEducation #SchoolRanking2025 #AcademicExcellence #EducationNews