শাহরুখ খানের বিরুদ্ধে ফের মুখ খুললেন পরিচালক অভিনব কাশ্যপ। বললেন, কিং খান সমাজ থেকে শুধু নেন, কিছু ফিরিয়ে দেন না। জানালেন আরও বিস্ফোরক দাবি।
বলিউডে ফের শুরু বিতর্ক। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ‘দবং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। নিশানায় কখনও সলমন খান, কখনও শাহরুখ খান। কিছু দিন আগেই তিনি বলেন, “এই দেশে শাহরুখের থাকার কোনও মানে নেই, ওঁর দুবাই চলে যাওয়া উচিত।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ফের কিং খানকে আক্রমণ করেন তিনি। পরিচালকের বক্তব্য, “বলিউডে একটা চিন্তাধারা চলছে, যেখানে সিনেমা নাকি নায়ক তৈরি করেন। আমি একে বলি ‘জিহাদি মানসিকতা’। সিনেমা সফল হলে কৃতিত্ব নায়কের, ব্যর্থ হলে দোষ পরিচালকের—এই ভাবনা বন্ধ করা দরকার।”
অভিনব দাবি করেন, তিনি আমির ও শাহরুখ—দু’জনের সঙ্গেই কাজ করেছেন, এবং তিনজনের চিন্তাধারা নাকি একই। তাঁর কথায়, “সলমন গুন্ডা, শাহরুখ লোকের আইডিয়া চুরি করেন। আমি যে সিনেমার কথা বলেছিলাম সেটা হয়নি, কারণ শাহরুখ সেটা নিজের ব্যানারে বানাতে চেয়েছিলেন, পুরো নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলেন।”
অতীতে নাকি সলমনের সঙ্গে তাঁর ঝামেলা মেটাতে চেয়েছিলেন শাহরুখ। অভিনব বলেন, “শাহরুখ অনেক চেষ্টা করেছিলেন আমার আর সলমনের বিরোধ মেটাতে। কিন্তু আমি ওঁকে দূরে রেখেছিলাম।”
শেষে পরিচালকের দাবি, শাহরুখের পরিবারের সম্মান রক্ষার জন্যই অনেক কিছু গোপন রেখেছেন তিনি। তাঁর কথায়, “আমি ওঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আমি ওঁর পরিবার ভাঙতে চাই না। আশা করি শাহরুখ আবার সেই পুরনো পরিশ্রমী অভিনেতা হয়ে উঠবেন।”
বিনোদন
মা-বাবার দ্বিতীয় বিয়ে আয়োজন করলেন শ্রীমা
#AbhinavKashyap #ShahRukhKhan #BollywoodControversy #Dabangg #AbhinavVsSRK #BollywoodNews