ফের দুই দশক পর বড় পর্দায় ফিরতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও মমতা শঙ্কর, ‘রেখা’ ছবির শ্যুটি-এ দুই অভিনেত্রীর সম্পর্কের রসায়ন ফিরল আবার

দীর্ঘ দুই দশক পর ফের বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। তাদের একসঙ্গে শেষ দেখা গিয়েছিল টলি পাড়ার প্রয়াত জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ‘উৎসব’-এ। দীর্ঘদিন পর তাদের ফের একসঙ্গে দেখতে পাওয়া যাবে, এই ঘটনায় উচ্ছ্বসিত দুই অভিনেত্রী। অনুপ দাস পরিচালিত ছবি ‘রেখা’-তে দেখা যাবে তাদের।

ছবিতে মমতা শঙ্করের চরিত্রের নাম ‘রেখা’। অর্থাৎ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। এর পাশাপাশি ঋতুপর্ণাকে দেখা যাবে ‘রেখা’-র বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে। এই প্রথমবার ঋতুপর্ণাকে একেবারে নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জানা যাচ্ছে, ছবিতে ‘রেখা’ একাকী একজন মানুষ। তাকে দেখভাল করার জন্য ঋতুপর্ণার উপস্থিতি দেখতে পাওয়া যাবে ছবি জুড়ে। তবে ছবির মধ্যে যে লুকিয়ে রয়েছে কোনও একটি সামাজিক বার্তা তা স্পষ্ট।

ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের চরিত্রের নাম ‘বুলি’। একেবারে অন্যরকম লুকে ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। যদিও সেটে মমতা শঙ্কর ও ঋতুপর্ণা সেনগুপ্তের রসায়ন বেশ জমে উঠেছে। আশা করা যাচ্ছে, পর্দায় সেই ছাপ স্পষ্টভাবে ফুটে উঠবে। ছবিতে আরেকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন মুন্সিকে। তার সঙ্গে ‘বুলি’ চরিত্রটির একটি যোগ রয়েছে। যদিও এখনও প্রকাশ্যে আনা হয়নি গল্পের আসল বিষয়টি।

Picsart 25 10 25 09 32 00 708

প্রসঙ্গত উল্লেখ্য, ছবিতে ‘রেখা’ চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল নাফিসা আলিকে। যদিও তিনি বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তার চরিত্রে অভিনয় করতে পারেননি। জানা যাচ্ছে, তিনি বর্তমানে ক্যানসারের চতুর্থ ধাপে লড়াই করছেন। তাই তাকে ছবির চরিত্রটিতে নিতে পারা যায়নি। সেই জায়গায় নেওয়া হয়েছে মমতা শঙ্করকে। এদিকে মমতা শঙ্কর বেশ উচ্ছ্বসিত তাকে নিয়ে পরিচালকের ভাবার জন্য। তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিনোদন
মঞ্চে উঠতেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি, গান থামিয়ে শান্তভাবে জবাব সাহসী ইমনের

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়