‘ম্যায় হুঁ না’ ছবিতে এই বিশেষ কারণের জন্য অভিনয় করতে চাননি সতীশ শাহ, রাজি করিয়েছিলেন শাহরুখ খান

গত ২৫শে অক্টোবর ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের হাসির রাজা সতীশ শাহ। তার মৃত্যুতে ম্রিয়মাণ বলিউড। তিনি তার জীবদ্দশায় ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হলো ‘ম্যায় হুঁ না’। ছবিতে সতীশ শাহ-এর চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। যদিও কলেজ প্রফেসরের চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজি হননি সতীশ শাহ। আর তাকে রাজি করিয়েছিলেন শাহরুখ খান। অবশেষে শাহরুখের কথা মেনে নিয়ে ছবিতে ওই চরিত্রে অভিনয় করেন সতীশ শাহ।

এই ছবিতে সতীশ শাহ-এর চরিত্রটিতে বিশেষ বৈশিষ্ট্য ছিল, কথা বলার সময় তার মুখ থেকে থুতু ছিটে বেরোতো। আর তার ফলে সামনে থাকা মানুষটি প্রায় ভিজে যাওয়ার জোগাড় হতো। আর এই কারণে প্রথমে চরিত্রটিতে অভিনয় করতে চাননি তিনি। সিনেমা অনুযায়ী তার সামনে দাঁড়িয়ে কথা বলা এড়িয়ে চলতেন সকলে। আর এই কারণে তিনি যখন শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে সিনেমায় অভিনয়টি করতেন সেইসময় শাহরুখ ভিজে যেতেন। আর তাই চরিত্রটিতে অভিনয় করা আরও কঠিন ছিল সতীশ শাহের জন্য।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ওই ছবিতে বোমান ইরানি যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রটি পছন্দ ছিল সতীশের। কিন্তু শাহরুখ তাকে বলেন, এমন চরিত্রে সকলেই অভিনয় করতে পারেন, কিন্তু এই বিশেষ চরিত্রে সতীশ শাহ ছাড়া কেউ অভিনয় করতে পারবেন না। আর এরপর শাহরুখ খান ও ফারা খানের জোরাজুরিতে অবশেষে রাজি হন সতীশ শাহ। সতীশ কীভাবে ওই চরিত্রে অভিনয় করেছিলেন তাও ব্যাখ্যা করেছেন।

Picsart 25 10 26 09 07 21 884

তিনি বলেন, তিনি মুখে সামান্য জল ভরে রাখতেন এবং এমনভাবে কথা বলতেন যাতে মুখ থেকে থুতু ছিটবে। কিন্তু তার পক্ষে কঠিন ছিল সুপারস্টার শাহরুখ খানের মুখে থুতু দেওয়ার দৃশ্যে অভিনয় করা। সেটে অভিনয় করার সময় তিনি যখনই সংলাপ বলতেন, শাহরুখ হেসে দিতেন ও তারপর ফের রি-শ্যুট হতো। আর তাই আরও কঠিন হয়ে গিয়েছিল চরিত্রটিতে অভিনয় করা। অবশেষে এভাবেই শেষ হয় ওই ছবির শ্যুটিং।

বিনোদন
Mimi: ডায়েট ভুলে বার্গার, আইসক্রিম, ডেজার্টে মনোনিবেশ মিমির! দেখে চোখ কপালে নেটিজেনদের

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক