Dev-Subhasree: শুভশ্রীকে নিয়ে করা দেবের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা চিরঞ্জিৎ! জানালেন কীভাবে ভুল বোঝাবুঝি হয়েছে শুভশ্রী এবং দেবের মধ্যে। ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে নানান জলঘোলা হয়েছে প্রথম থেকেই। শুরুতে একসঙ্গে প্রচারে দেখা যায়নি দেব ও শুভশ্রীকে। তবে সমস্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
সিনেমা মুক্তির পর আবার নতুন করে ভুল বোঝাবুঝির সূত্রপাত। আসলে একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, ‘এখন যদি ধূমকেতু তৈরি করা হয় তাহলে কি শুভশ্রীকেই সে জায়গায় নেওয়া হবে?’ কোনোরকম না ভেবেচিন্তে দেব উত্তর দিয়েছিলেন যে এখন তিনি দুই বাচ্চার মা, ওনার মধ্যে সেই ইনোসেন্সটা আর নেই।
সেখান থেকেই শুরু হয় নতুন সমস্যা। শুভশ্রী এই বিষয়টা মোটেই ভালো চোখে দেখেননি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছেন চিরঞ্জিৎ। তিনি বলেন, ‘দেব বলেছে শুভশ্রীর তো এখন বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে এখন তাকে এই চরিত্রে মানাবে না। কিন্তু এই প্রশ্নটা করেছিল মিডিয়া।’
‘এখন যদি ধূমকেতু শ্যুট করা হয় তাহলে কাস্টিংটা কি একই রকম থাকবে? দেব খুব সরলভাবে উত্তর দিয়েছিল এখন করলে তো ওরকম হবে না। যেটা বলা উচিত ছিল সেটা হয়তো বলেনি। ওর মতোন করে বলেছে। এটা যদি বুদ্ধি করে বলা হতো তাহলে ও বলতো এখন আমাদের যেরকম পরিস্থিতি সেরকম করে কাজ করতে হবে।’
‘ধূমকেতু আর এখন আগের মতোন হবে না। এটা বললে ঠিক ছিল। কিন্তু ও ওর মতোন করে সহজ-সরলভাবে বলেছে। যার ফলে শুভশ্রী রেগে গেছে। যে ওর ইনোসেন্স নেই। এগুলো সব তৈরি করা। এবার সেটা এখানে থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে। এরকম করে জিনিসটা তৈরি হয়েছে। এগুলোকে বাদ দিতে হবে।’
আরও পড়ুন
Dev: কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দেব! দেখুন তার মনমাতানো ছবি
#Dev #Subhasree #Chiranjit