ষাটোর্ধ সঞ্জয় মিশ্র’র সঙ্গে কি তবে গাঁটছড়া বাঁধলেন মহিমা চৌধুরী? নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

এদিন বৃহস্পতিবার বলি পাড়ার জনপ্রিয় তারকা সঞ্জয় মিশ্র ও মহিমা চৌধুরীকে দেখা গেলো পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দিতে। আর পাপারাজ্জিদের সেই ছবি ভাইরাল হওয়ার পর সকলের একই প্রশ্ন, তবে কি ষাটোর্ধ সঞ্জয়ের হাত ধরে এবার নতুন জীবনে প্রবেশ করলেন বয়স ৫২-এর মহিমা? যদিও পাপারাজ্জিদের সামনে মহিমাকে কখনই লজ্জা পেতে দেখা যায়নি। বরং সকলকে দিব্যি মিষ্টি বিলি করতে দেখা গিয়েছে মহিমাকে।

মহিমা মিষ্টি এগিয়ে দেওয়ার সময় বলেন, “আপনারা বিয়েতে তো আসতে পারলেন না। তাই এখন মিষ্টিমুখ করুন।” আর এই ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে। অবশেষে তবে ঘটনাটি কী? তবে সব জল্পনা সরিয়ে এবার সত্যি ঘটনাটি নিজেই সকলের সামনে আনলেন মহিমা চৌধুরী। তিনি জানিয়েছেন সঞ্জয় মিশ্র ও মহিমা চৌধুরী ‘সঞ্জয় প্রসাদ কি দুসরি শাদি’ নামক একটি সিনেমায় জুটি বেঁধেছেন।

আর এই কারণে সঞ্জয় ও মহিমাকে দেখা গিয়েছে নবদম্পতির সাজে। তাদের সিনেমার প্রচারের জন্য তারা এমন সাজে নিজেদের সাজিয়েছেন। যদিও প্রথমে ছবিটি ভাইরাল হওয়ায় নানান শোরগোল শুরু হয়েছিল। মহিমা ও সঞ্জয় দুজনেই ধীরে ধীরে প্রবীণ তারকার বয়সের সিঁড়িতেই পাড়ি দিয়েছেন। এমন বয়সে এসে কি তবে তারা দু’জনেই একে অপরের প্রতি তাদের মন সমর্পণ করলেন?

অবশেষে সব জল্পনায় জল ঢেলে সকলকে চমকে দিলেন তারা। জানা যাচ্ছে, ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধান্ত রাজ। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন মহিমা। অবশেষে এই ছবির হাত ধরে ফের বলি পাড়ায় প্রত্যবর্তন তার। আর তাই ফিরে এসেই সকলকে একেবারে
চমকে দিলেন তিনি।

বিনোদন
Rashmika: বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা ফাঁস করলেন জাতীয় ক্রাশ রাশমিকা!

#mahimachoudhury #newfilm #sanjaymishra #viralvideo

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক