Subhasree: আরও একটা সিনেমার শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী তথা টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে তেমন তথ্যই দিলেন ভক্তদের। এই অভিনেত্রীর কেরিয়ারে চলছে স্বর্ণযুগ। হাতে আসছে একের পর এক সিনেমা।
টলিউডের নামকরা পরিচালকেরা তার সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক নতুন পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হলের কৌশিক গাঙ্গুলী। অভিনেত্রীর কাজ তার এতোটাই পছন্দ হয়েছে যে, একের পর এক সিনেমার জন্য বেছে নিচ্ছেন তাকে।
এই যেমন পরবর্তী সিনেমা ‘ওয়েটিং রুম’এ দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার শ্যুটিং। তারই কয়েক ঝলক পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আরো একটা গল্প বলা শেষ। এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল।’
‘শুধুমাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা। প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হলো আলোকিত, উজ্জ্বল। দীপা আসবে অনেকটা আলো নিয়ে , একটু তাপ, আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ওয়েটিং রুমের জন্যে।’
অন্যদিকে তার কাজে মুগ্ধ হয়ে বিশেষ বার্তা তুলে ধরেছেন কৌশিক। যেখানে লিখেছেন, ”আমার সিনেমার সংসারে গৃহপ্রবেশ হোক এই ছবির হাত ধরে। একজন অভিনেত্রীর অদম্য নিষ্ঠা ও একাগ্রতা আমায় বাধ্য করেছে তার জন্য কলম ধরতে। আমাদের যাত্রা ‘শুভ’ হোক। ভালোবাসা সহ কৌশিক।”
আরও পড়ুন
Monami: নীল মনোকিনিতে আগুন ঝরালেন মনামী! দেখুন কী প্রতিক্রিয়া ভক্তদের
FAQ
১) প্রশ্ন: শুভশ্রী গাঙ্গুলী কোন সিনেমার শ্যুটিং শেষ করেছেন?
উত্তর: তিনি সদ্য শেষ করেছেন তাঁর পরবর্তী সিনেমা ‘ওয়েটিং রুম’-এর শ্যুটিং।
২) প্রশ্ন: ছবির শ্যুটিং শেষ করে শুভশ্রী কী লিখেছেন?
উত্তর: তিনি লিখেছেন— “আরো একটা গল্প বলা শেষ… এই গল্প শিল্পীর ভাগ্য করলে আসে… প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা।”
৩) প্রশ্ন: ‘ওয়েটিং রুম’ ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম কী?
উত্তর: ছবিতে তার চরিত্রের নাম দীপা, যার অর্থ আলোকিত, উজ্জ্বল।
৪) প্রশ্ন: শুভশ্রীর কাজ সম্পর্কে পরিচালক কৌশিক গাঙ্গুলী কী বলেছেন?
উত্তর: কৌশিক গাঙ্গুলী বলেছেন যে শুভশ্রীর অদম্য নিষ্ঠা ও একাগ্রতা তাকে মুগ্ধ করেছে এবং তাকে কেন্দ্র করেই কলম ধরতে বাধ্য হয়েছেন।
৫) প্রশ্ন: পরিচালক কৌশিক গাঙ্গুলী শুভশ্রীকে কোন বার্তা দিয়েছেন?
উত্তর: তিনি লিখেছেন— “আমার সিনেমার সংসারে গৃহপ্রবেশ হোক এই ছবির হাত ধরে… আমাদের যাত্রা শুভ হোক।”
৬) প্রশ্ন: শুভশ্রীর কেরিয়ারের কোন পর্যায় চলছে বর্তমানে?
উত্তর: তার কেরিয়ার বর্তমানে স্বর্ণযুগের পর্যায়ে, একের পর এক ছবি পাচ্ছেন এবং শীর্ষ পরিচালকেরা তার সাথে কাজ করতে আগ্রহী।
৭) প্রশ্ন: নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার মধ্যে উল্লেখযোগ্য কে?
উত্তর: নতুন পরিচালকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন কৌশিক গাঙ্গুলী, যিনি শুভশ্রীর কাজ দেখে বারবার তাকে নিজস্ব প্রকল্পে বেছে নিচ্ছেন।
#Subhasree
