বারাকপুরে ৩৯৪ নতুন স্কিম, ১৪.৩ কোটি ব্যয়ে দ্রুত উন্নয়ন

বারাকপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বহুদিনের জমে থাকা সমস্যার অবশেষে সমাধান মিলতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় এবার ৩৯৪টি উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন করেছে জেলাশাসকের দফতর। রাস্তা নির্মাণ, ড্রেন পরিষ্কার, নতুন আলো বসানো, কালভার্ট তৈরি থেকে শুরু করে স্কুলের ছাদ মেরামত—বিস্তৃত পরিসরের কাজ এবার হাতে নিচ্ছে পুরসভা।

এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যেই অনেকগুলির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানিয়েছেন, শহরের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি চলাকালীন বাসিন্দারা উৎসাহ নিয়ে অংশ নিয়েছিলেন। ক্যাম্পে এসে নাগরিকরা নিজের এলাকার সমস্যা, বিশেষ করে রাস্তার অবস্থা, নিকাশি ব্যবস্থা, আলো এবং স্কুলের পরিকাঠামো সংক্রান্ত নানা অভিযোগ তুলে ধরেন।

চেয়ারম্যানের কথায়, “সব অভিযোগ পর্যালোচনা করে ৩৯৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খুব দ্রুত টেন্ডার সম্পন্ন হচ্ছে। আটচল্লিশটিরও বেশি কাজের বরাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যেই অধিকাংশ কাজ শেষ হবে বলে আশা করছি।”

এর পাশাপাশি বারাকপুর অঞ্চলে চলমান আরও একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প হলো ওল্ড ক্যালকাটা রোড পুনর্গঠন। শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার করতে পুরসভা ব্যয় করছে দেড় কোটি টাকা। এ প্রকল্পের জন্য পার্লামেন্ট সদস্য পার্থ ভৌমিক এমপি ফান্ড থেকে সহায়তা করেছেন ৫০ লক্ষ টাকা।

একাধিক প্রকল্প একসঙ্গে শুরু হওয়ায় শহরবাসীর সুবিধা যেমন বাড়বে, তেমনই সামগ্রিকভাবে বারাকপুরের নগর পরিকাঠামোর মানোন্নয়ন ঘটবে বলে মত পুর কর্তৃপক্ষের। শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত সাধারণ মানুষও।

FAQ

প্রশ্ন ১: বারাকপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে মোট কতটি প্রকল্প অনুমোদিত হয়েছে?

আরও পড়ুন
সাঁতরাগাচি থেকে থানে মালবাহী–প্যাসেঞ্জার মিক্সড স্পেশাল: যাত্রীদের জন্য অভিনব রেলের উপহার

উত্তর: মোট ৩৯৪টি প্রকল্প অনুমোদন করেছে জেলাশাসকের দফতর।

প্রশ্ন ২: কোন কোন ধরনের কাজ এই প্রকল্পের অধীনে হবে?

উত্তর: রাস্তা নির্মাণ, ড্রেন তৈরি, স্ট্রিটলাইট বসানো, কালভার্ট তৈরি, স্কুল ভবনের ছাদ মেরামত সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

প্রশ্ন ৩: প্রকল্পগুলিতে মোট কত টাকা ব্যয় হবে?

উত্তর: এই প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ কোটি ৩০ লক্ষ টাকা।

প্রশ্ন ৪: কবে থেকে কাজ শুরু হবে?

উত্তর: অনেক প্রকল্পের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। জানুয়ারি মাসের মধ্যে অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে বলে পুরসভার দাবি।

প্রশ্ন ৫: ওল্ড ক্যালকাটা রোডের কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে?

উত্তর: ওল্ড ক্যালকাটা রোড নতুন করে তৈরি করতে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রশ্ন ৬: ওল্ড ক্যালকাটা রোড প্রকল্পে এমপি ফান্ড থেকে কত টাকা সাহায্য দেওয়া হয়েছে?

উত্তর: এমপি পার্থ ভৌমিক ৫০ লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তা তৈরির কাজে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক