টেলিভিশনপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা দ্বৈপায়ন দাস—একসময় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ‘মিষ্টি’ জুটি। পর্দার আড়ালেও দীর্ঘ দিনের সম্পর্ক তাঁদের। কিন্তু ইদানীং এই সম্পর্কের সমীকরণ নিয়ে টেলিপাড়ায় উঠেছে নানান প্রশ্ন।
১৮ নভেম্বর ছিল পায়েলের জন্মদিন। সাধারণত ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন দু’জনেই। কাজের ব্যস্ততা শেষে পরিবারই তাঁদের আশ্রয়। তবু এত বছরের সম্পর্কে জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিনে সঙ্গীর অনুপস্থিতি নজর কেড়েছে দর্শক ও সহকর্মীদের। পায়েলের শেয়ার করা জন্মদিনের ছবিগুলিতে দ্বৈপায়নের না থাকা থেকেই শুরু গুঞ্জন।
অন্য দিকে দ্বৈপায়ন সম্প্রতি টেলিভিশন পর্দায় কম দেখা গেলেও ব্যস্ত রয়েছেন ভ্লগিং-এ। পাহাড়ে ঘোরার নতুন ভিডিও আপলোড করে সেই দিকেই মন দিয়েছেন তিনি। আগে যেখানে পায়েল-দ্বৈপায়নের একসঙ্গে ভ্রমণের ছবিতে ভরত সমাজমাধ্যম, এখন সেইসব মুহূর্তে স্পষ্ট বিরতি।
এই পরিবর্তনই প্রশ্ন তুলছে—বহু বছরের সম্পর্ক কি সাংসারিক চাপ বা পেশাগত ব্যস্ততায় চাপে পড়েছে? নাকি সম্পর্কের গতিপথই বদলে গিয়েছে? টেলিপাড়ার অন্দরে নানা কানাঘুষো, তাঁদের সম্পর্ক আর আগের মতো নেই।
দ্বৈপায়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। পায়েলের ক্ষেত্রেও একই ঘটনা। অভিনেত্রী যেখানে নিজের জন্মদিনের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে দ্বৈপায়ন একই সময়ে একেবারেই ভিন্ন জগতে—নিজের পাহাড়ি ভ্লগের প্রচারে ব্যস্ত।
এই পরিস্থিতিতে প্রশ্ন আরও ঘনীভূত—
কোথায় দাঁড়িয়ে পায়েল-দ্বৈপায়নের সম্পর্কের বর্তমান সমীকরণ?
উত্তর মিলছে না কারও কাছ থেকেই। ফলে গুঞ্জনই যেন বর্তমানে একমাত্র বাস্তবতা।
টেলিপাড়ার এক জনপ্রিয় জুটির সম্পর্কের এই ‘দূরত্ব’ শেষ পর্যন্ত কিসে গিয়ে থামে, এখন সেদিকেই নজর সকলের।
FAQ
❓ ১. পায়েল দে-র জন্মদিনে কী ঘটেছে?
✔️ উত্তর: পায়েল নিজের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সেখানে দ্বৈপায়নের উপস্থিতি দেখা যায়নি। এ নিয়েই গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুন
Nusrat: কেউ তাকে পছন্দ করবে না, এমনই আশঙ্কা প্রকাশ করলেন অভিনেত্রী নুসরত
❓ ২. কেন তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ছে?
✔️ উত্তর: আগের মতো একসঙ্গে ছবি বা ভ্রমণের মুহূর্ত এখন আর দেখা যায় না। জন্মদিনের দিন দ্বৈপায়নের অনুপস্থিতি জল্পনা আরও তীব্র করেছে।
❓ ৩. বর্তমানে দ্বৈপায়ন কী নিয়ে ব্যস্ত?
✔️ উত্তর: টেলিভিশনে এখন তাঁকে কম দেখা গেলেও তিনি পাহাড় ঘোরার ভ্লগিং–এ বেশি মন দিচ্ছেন এবং নিয়মিত সেই ভিডিও শেয়ার করছেন।
❓ ৪. এ বিষয়ে পায়েল বা দ্বৈপায়ন কি কিছু বলেছেন?
✔️ উত্তর: যোগাযোগের চেষ্টা করা হলেও দু’জনের কাউকেই ফোনে পাওয়া যায়নি। ফলে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের পক্ষ থেকে কোনও মন্তব্য মেলেনি।
❓ ৫. তাঁদের সম্পর্ক কি সত্যিই ভেঙে যাচ্ছে?
✔️ উত্তর: কোনও পক্ষই কিছু জানাননি, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে টেলিপাড়ার অন্দরে গুঞ্জন—দু’জনের সম্পর্ক আগের মতো নেই।
