ভারতের মিড-বাজেট প্রিমিয়াম মার্কেটে আরও একবার নজর কাড়তে চলেছে রিয়েলমি। কোম্পানি আগামীকাল, ২০ নভেম্বর, লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 8 Pro। ইতিমধ্যেই এ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। রিয়েলমির দাবি, তাদের এই নতুন ডিভাইসটি হবে এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্সড স্মার্টফোন, যা ফটোগ্রাফি ও গেমিং—দু’টিতেই প্রো-লেভেল অভিজ্ঞতা দেবে।
সবচেয়ে বড় চমক হলো ফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, বিশাল ৭০০০mAh ব্যাটারি এবং Ricoh GR ইমেজিং টেকনোলজির সাপোর্ট—যা সাধারণত প্রিমিয়াম ক্যামেরা সিরিজেই দেখা যায়।
ডিসপ্লে: বিশাল ৬.৭৯ ইঞ্চি AMOLED, ১৪৪Hz রিফ্রেশ রেট
ফোনটিতে থাকবে
৬.৭৯-ইঞ্চি AMOLED প্যানেল
QHD+ রেজোলিউশন
১৪৪Hz রিফ্রেশ রেট
ফুল DCI-P3 ও sRGB কালার কাভারেজ
সর্বোচ্চ ৭০০০ নিট পিক ব্রাইটনেস
এত উচ্চ ব্রাইটনেসের কারণে রোদেও ডিসপ্লে দেখা যাবে বেশ পরিষ্কারভাবে।
পারফরম্যান্স: Snapdragon 8 Elite Gen 5
লিক অনুযায়ী ফোনটি শক্তিশালী
Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট
সর্বোচ্চ ১৬GB LPDDR5X RAM
এবং ১TB UFS স্টোরেজ
সহ বাজারে আসতে পারে।
গেমিং, মাল্টিটাস্কিং, হাই-এন্ড অ্যাপ—সবক্ষেত্রেই পারফরম্যান্স হবে একদম স্মুথ।
ক্যামেরা: Ricoh GR টিউনড ২০০MP টেলিফটো বড় চমক
ফটোগ্রাফি সেকশনই এই ফোনের মূল আকর্ষণ।
বিপুল সেন্সর-সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে—
৫০MP Ricoh GR প্রাইমারি সেন্সর, OIS সাপোর্টসহ
৫০MP আল্ট্রা-ওয়াইড লেন্স
২০০MP টেলিফটো মডিউল, সর্বোচ্চ ১২০x ডিজিটাল জুম
সেলফির জন্য সামনে থাকছে
৩২ মেগাপিক্সেল ক্যামেরা
বিশেষ করে Ricoh GR টিউনিংয়ের কারণে লো-লাইট, স্ট্রিট এবং পোর্ট্রেট শটে নতুন মাত্রা যোগ হবে বলে দাবি রিয়েলমির।
ব্যাটারি: বিশাল ৭০০০mAh
একবার চার্জে দীর্ঘক্ষণ গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা দিতে রিয়েলমি এবার দিচ্ছে
৭০০০mAh ব্যাটারি
এতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি থাকতে পারে ফাস্ট চার্জিং প্রযুক্তিও।
ভারতে সম্ভাব্য দাম
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Realme GT 8 Pro-এর দাম ভারতে শুরু হতে পারে প্রায়
₹65,000
থেকে।
এতে ফোনটি সরাসরি প্রতিযোগিতায় নামবে OnePlus, Xiaomi এবং iQOO-র প্রিমিয়াম লাইনের সঙ্গে।
