Mimi: এটা কখনোই একদিনের চ্যালেঞ্জ ছিল না বরং ছিল দীর্ঘদিনের! এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এমন কোন বিশেষ কাজের কথা বলছেন তিনি? যা করতে দীর্ঘদিন সময় লাগে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে জিমে গিয়ে শারীরিক কসরত করছেন অভিনেত্রী। তবে সেটি একদিনের দৃশ্য নয়। দিনের পর দিন ক্রমাগত কঠোর পরিশ্রম করেছেন ফিটনেস বজায় রাখার জন্য। এই বিষয়টিই তিনি বলেছেন সকলকে। যে তার এই ফিটনেসের যাত্রা একদিনের ছিল না বরং তা দীর্ঘদিনের।
প্রত্যেকেই জানেন এই অভিনেত্রী ফিটনেস সম্পর্কে ভীষণ সচেতন। একদিকে যেমন তিনি খেতে ভালোবাসেন তবে সেসব কিছুর প্রভাব পড়তে দেন না শরীরে। কারণ, নিয়মিত কঠোর পরিশ্রম করেন। আর তার এই বিশেষ গুণটি বেশ পছন্দ করেন ভক্তরা। তিনি জীবনে কোনো কিছু নিয়ে আপোষ করেন না।
কোনো কিছু খেতে ইচ্ছে হলে শুধুমাত্র ডায়েটের দোহাই দিয়ে এড়িয়ে যান না বরং সেই খাবার ভরপুর উপভোগ করেন। এরপর জিমে গিয়ে কিছুটা বেশি সময় পরিশ্রম করলেই আর কোনো সমস্যা হয় না। এই ভিডিওটি পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই অভিনেত্রীর কাছ থেকে নিয়মানুবর্তিতা শেখা উচিত সকলের। তার থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। উল্লেখ্য, শেষবার তাকে দেখা দিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এ।
#Mimi
