Madhumita-Debmalya: হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর দেবমাল্য চক্রবর্তীর পাশে বসে রয়েছেন মধুমিতা সরকার (Madhumita)! তাহলে কি গোপনেই বিয়ে সারলেন তারা? এমন প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে তার সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া স্টোরি দেখার পর। অনেকেই জানেন দীর্ঘদিন ধরে একসাথে থাকছেন মধুমিতা এবং দেবমাল্য।
অনেকের মনেই প্রশ্ন জেগেছে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা? তবে সেই বিষয়ে কখনোই খোলসা করে কিছু জানাননি এই জুটি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় তার পরনে শাড়ি, হাতে শঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর।
পাশে বসে রয়েছেন প্রেমিক দেবমাল্য। যা দেখে সকলে মনে করছেন তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন তারা! তবে আসল বিষয়টি কিন্তু অন্য। আসলে হঠাৎ করে তাকে চমকে দিয়ে শ্যুটিং সেটে পৌঁছেছিলেন দেবমাল্য। বর্তমানে স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে ঝিলের চরিত্রে অভিনয় করছেন মধুমিতা।
নিজের চরিত্রের স্বার্থেই বিবাহিত মহিলা হিসেবে সেজেছিলেন তিনি। যেহেতু তিনি জানতেন না সেখানে তার প্রেমিক উপস্থিত হবেন তাই পোশাক পরিবর্তন করার সুযোগ পাননি এবং সেই সাজেই তার সাথে ছবি তোলেন। যেটি তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
সাথে উল্লেখ করেছেন তার প্রেমিক নাকি তার বড়ো ভক্ত। এই মিষ্টি মুহূর্তের ছবিটি পোস্ট করতেই তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তাদের বাস্তবে এরকমভাবে দেখতে চান। যদিও কবে গাঁটছড়া বাঁধবেন এই জুটি সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি।
FAQ
১) মধুমিতা ও দেবমাল্য কি সত্যিই গোপনে বিয়ে করে ফেলেছেন?
উত্তর: না, তারা বিয়ে করেননি। ছবিটি ছিল মধুমিতার ধারাবাহিকের শ্যুটিং লুক। সে সময়ই হঠাৎ সেটে গিয়েছিলেন দেবমাল্য, তাই সেই সাজেই ছবি তুলেছেন তিনি।
আরও পড়ুন,
বিবাহিত সত্ত্বেও অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে ঠিক কী বললেন স্ত্রী সুনীতা?
২) ছবিতে মধুমিতার হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর কেন ছিল?
উত্তর: স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’–তে ঝিল চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিবাহিত নারীর সাজে ছিলেন। এটি পুরোপুরি চরিত্রের প্রয়োজন অনুযায়ী।
৩) দেবমাল্য হঠাৎ শ্যুটিং সেটে কেন গিয়েছিলেন?
উত্তর: তিনি মধুমিতাকে চমকে দিতে আকস্মিকভাবে সেটে পৌঁছেছিলেন। এই আকস্মিক উপস্থিতির জন্যই মধুমিতা পোশাক বদলানোর সুযোগ পাননি।
৪) ছবি পোস্ট করে মধুমিতা কী লিখেছেন?
উত্তর: মধুমিতা মজা করে উল্লেখ করেছেন— দেবমাল্য নাকি তার “বড়ো ভক্ত”। ছবিটি ছিল তাদের একটি মিষ্টি ব্যক্তিগত মুহূর্ত।
৫) তারা কবে বিয়ে করতে পারেন—এ বিষয়ে কোনও ইঙ্গিত দিয়েছেন কি?
উত্তর: না, এই জুটি এখনও বিয়ের পরিকল্পনা নিয়ে কিছুই জানাননি। ভক্তরা বাস্তবে তাদের একসাথে দেখতে চাইলেও, তারা কোনও তারিখ বা ইঙ্গিত প্রকাশ করেননি।
#Madhumita #Debmalya
