সেই এতটুকু বেলায় বিনোদন দুনিয়ায় পা, এক সময় সবচেয়ে রোজগেরে শিশুশিল্পী ছিলেন! ‘ধুরন্ধর’ রণবীরের নায়িকা

আসন্ন বলিউড ছবি ‘ধুরন্ধর’-এর ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে হৈচৈ। গোলাগুলি, বিস্ফোরণ, রক্তাক্ত অ্যাকশন আর ভয়ঙ্কর সব চরিত্রে ভরা এই ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছে প্রায় ২৮০ কোটি টাকা বাজেটে। মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।

রণবীরের ‘ডার্ক’ লুকে চমকে দর্শক

ছবিতে মূল ভূমিকায় রয়েছেন রণবীর সিংহ। ‘পদ্মাবত’-এর পর আবারও লম্বা চুল, দাড়িতে দেখা মিলেছে তাঁর। অনেক দর্শকের মতে, এই ছবিতে রণবীর আরও ভয়ঙ্কর, আরও অন্ধকার চরিত্রে ধরা দিয়েছেন।

ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না, অর্জুন রামপালের মতো ভারী তারকারা। প্রত্যেকের লুক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

কিন্তু সবার নজর কাড়লেন যে অভিনেত্রী—তিনি সারা অর্জুন

ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের আলোচনায় উঠে এসেছেন ছবির নায়িকা সারা অর্জুন। দক্ষিণ এবং হিন্দি—দুই শিল্পেই তিনি পরিচিত মুখ হলেও এই প্রথম বড় হিন্দি ছবির নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে।

1763548935 14

কে এই সারা অর্জুন?

২০০৫ সালে মুম্বইয়ে জন্ম সারার। বিনোদন দুনিয়ায় তিনি আদতে বহিরাগত নন। জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুন-এর কন্যা সারা। রাজ অভিনয় করেছেন বহু হিন্দি ও দক্ষিণী ছবিতে। তাঁর অন্যতম আলোচিত চরিত্র ‘সিক্রেট সুপারস্টার’-এর ফারুক মালিক, যার জন্য তিনি সেরা নেতিবাচক অভিনেতা পুরস্কারও পেয়েছিলেন।

শুধু বাবা নন, সারার নিজের যাত্রাপথও দারুণ চমকপ্রদ।

১৮ মাস বয়সে ক্যামেরার সামনে

মাত্র ১৮ মাস বয়সে প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন সারা। এরপর শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন ১০০টিরও বেশি বিজ্ঞাপনে—ম্যাকডোনাল্ডস, ম্যাগি মতো বড় ব্র্যান্ডের মুখও হয়েছিলেন তিনি।

1763548953 16

মাত্র ৬ বছর বয়সে সিনেমায় অভিষেক—২০১১ সালে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি ‘৪০৪’ এবং একই বছর তামিল ছবি ‘দেইভা তিরুমাগাল’, যেখানে তামিল সুপারস্টার বিক্রমের কন্যার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

দুই ইন্ডাস্ট্রি মিলিয়ে কুড়ির বেশি ছবি

এরপর হিন্দি এবং দক্ষিণী মিলিয়ে গোটা কুড়ি ছবিতে অভিনয় করেছেন সারা। উল্লেখযোগ্য ছবি—‘জজ়বা’, ‘সান্ড কি আঁখ’, ‘জয় হো’, ‘পোন্নিয়িন সেলভান’ ইত্যাদি।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিশুশিল্পী

1763548944 15

প্রতিবেদন অনুযায়ী, সারা ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিশুশিল্পী। ২০২৩ সালে তাঁর মোট সম্পত্তি ছিল ১০ কোটি টাকারও বেশি—সেই সময়ের সবচেয়ে বিত্তশালী শিশুশিল্পীও ছিলেন তিনি।

এবার নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক

বর্তমানে সারার বয়স ২০। আর তাতেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য ধরের ছবির মুখ্য নায়িকা তিনি। চরিত্রটি নির্বাচন করতে নাকি প্রায় ১,৩০০টি অডিশন নিয়েছিল নির্মাতারা। শেষ পর্যন্ত সারাকেই বেছে নেওয়া হয়। রণবীর তাঁকে তুলনা করেছেন হলিউড তারকা ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে।

আরও পড়ুন
বিবাহিত সত্ত্বেও অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে ঠিক কী বললেন স্ত্রী সুনীতা?

‘ধুরন্ধর’-এর ঝলক দেখে ইতিমধ্যেই অনেকে বলছেন—এটাই হতে পারে সারার বলিউডে নতুন অধ্যায়ের শুরু। দর্শক এখন অপেক্ষায় ৫ ডিসেম্বরের, যখন বড় পর্দায় দেখা যাবে রণবীর–সারা জুটির বিস্ফোরক অ্যাকশন ড্রামা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক