হাওড়ার উলুবেড়িয়ার শ্যামপুর বিধানসভা এলাকার ১২২ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন ও এনিউমারেশন নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করলেও সেগুলি সংগ্রহ করেননি ওই বুথের BLO মৃন্ময় পাল। অথচ ভোটাররা জানিয়েছেন, তাঁরা ফর্ম জমা না দিলেও তাঁদের ব্যক্তিগত তথ্য উঠে যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। শুধু তাই নয়, সেই তথ্যের বেশিরভাগই নাকি ভুল!
স্থানীয় বাসিন্দাদের কথায়, ফর্ম হাতে পাওয়ার পর বহু ভোটারই নিয়ম মেনে তথ্য পূরণ করেছিলেন। কিন্তু BLO-র কাছে সেগুলি জমা দেওয়ার সুযোগই পাননি। এমন পরিস্থিতিতে হাসানুর জামান খান নামে এক ভোটার সিদ্ধান্ত নেন—নিজের ফর্ম তিনি অনলাইনেই জমা দেবেন। নিজের ফর্ম ফিলআপ কোনও সমস্যা ছাড়াই সম্পন্ন হলেও, তাঁর মা-বাবার ফর্ম অনলাইনেই ভরতে গিয়ে চমকে ওঠেন তিনি।
হাসানুরের অভিযোগ, “আমরা ফর্ম জমা দিইনি, তবুও আমাদের সব তথ্য নির্বাচন কমিশনের সাইটে দেখা যাচ্ছে! তারও মধ্যে অর্ধেক ভুল। ফর্ম জমা না পড়লে এই তথ্য এল কোথা থেকে?” তাঁর দাবি, পরিবারের পাঁচ জনের তথ্যেই একই সমস্যা দেখা গেছে—ভুল ফোন নম্বর, ভুল তথ্য, বিভিন্ন গরমিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তাঁর মতো অন্তত ৩৪ জন ভোটারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
হাসানুরের ভাষায়, “সবার EPIC নম্বর ঠিক আছে, কিন্তু বাকি তথ্য ভুল। BLO-কে ফোন করেছিলাম, ফোনে পাওয়া যায়নি। পরে বিষয়টি AERO-কে জানাই।”
AERO তাঁকে আশ্বস্ত করে বলেন, এটি ‘একটি টেকনিক্যাল সমস্যা’, সব ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে BLO মৃন্ময় পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “যা বলার AERO-কে জানিয়েছি। আর কোনও মন্তব্য করব না।”
এদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব অভিযোগ জমা দিয়েছে কমিশনে। তাঁদের দাবি, ভোটার তালিকায় এ ধরনের ভুল অত্যন্ত গুরুতর, এবং এর জন্য BLO-র গাফিলতিই দায়ী।
কমিশনের তরফে জানানো হয়েছে, এটি সাময়িক প্রযুক্তিগত সমস্যা। তবে তাতে সাধারণ মানুষের আতঙ্ক কিছুটা হলেও কাটছে না। ভোটাররা প্রশ্ন তুলছেন—ফর্ম সংগ্রহ হয়নি, অথচ ওয়েবসাইটে তাদের ব্যক্তিগত তথ্য আপলোড হলো কীভাবে? সেই তথ্য ভুল-ত্রুটিতে ভরা আবার কেন?
এই ঘটনায় শ্যামপুরের ১২২ নম্বর বুথে অনিশ্চয়তা ও অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং ভুল তথ্য সংশোধনের জন্য কমিশন পরিষ্কার নির্দেশিকা জারি করুক।
