The Academy Of Fine Arts: অবশেষে হাজারো বিতর্ক পেরিয়ে মুক্তি পাচ্ছে সুজিত দত্তর থ্রিলার সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, বাংলায় এর আগে এমন কাজ কখনো দেখা যায়নি। তবে মুক্তির যে তারিখ নির্দিষ্ট করা হয়েছিল সেদিন সিনেমাটি মুক্তি পায়নি।
মূলত কিছু সমস্যার কারণে বিলম্ব হয়েছে। তবে অবশেষে সেটি মুক্তি পাচ্ছে বড়ো পর্দায়। এদিন পরিচালককে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়। তখন তিনি বলেন, ‘সব ভালো তার শেষ ভালো যার। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এটা মুক্তি পাচ্ছে সেজন্য শুভেচ্ছা সবাইকে। অনেকজন আমাকে একটা কথা বলেছে যে বিতর্ক হয়েছে তাই ফায়দা হবে।’
‘এতে কিছুই ফায়দা হয় না, সিনেমা কখনো বিতর্কে চলে না বরং এতে কয়েকজন হয়তো সিনেমার সম্পর্কে জানতে পারে। সিনেমা চলে মূলত তার মেরিটের উপরে। ট্রেলার দেখে অনেকেই প্রশংসা করেছেন আশা করছি সিনেমাটি দেখেও সকলের ভালো লাগবে। আমি নিজেও ভীষণ উচ্ছ্বসিত।’
উল্লেখযোগ্য, এই সিনেমার মূল কাহিনী হিসেবে দেখানো হবে একটি দামী মদের বোতলকে কেন্দ্র করে কতগুলো খুন, কতটা রক্তপাত হয়। মূলত বিশ্বাসঘাতকতা, প্রেম, বন্ধুত্ব সবমিলিয়ে টানটান উত্তেজনা তৈরি হবে এই সিনেমাটি নিয়ে। যেখানে দেখা যাবে একঝাঁক তারকাদের।
তালিকায় রয়েছেন সুদীপ মুখার্জী, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার প্রমুখ। একটি আইটেম গানে সৌরভ দাসের স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিকেকেও দেখা গিয়েছে। সিনেমার সমস্ত কলাকুশলীরা জানিয়েছেন বাংলায় এর আগে এমন পাল্প থ্রিলার কখনো তৈরি হয়নি।
#Theacademyoffinearts
