দেবের সঙ্গে প্রেম! মায়ের হাতে চড় খেতে হয়েছে রুক্মিণী মৈত্রকে!

Love with God! Rukmini Maitra had to be slapped by her mother!

দেবের সাথে সম্পর্কের কারণে মায়ের হাতে চড় খেতে হয়েছে রুক্মিণী মৈত্রকে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই তথ্যই তুলে ধরেছেন তিনি। টলিউড সুপারস্টার দেবকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে তার সাথে সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী রুক্মিণী।

প্রথমদিকে অস্বীকার করলেও ধীরে ধীরে সম্পর্কের কথা সকলের সামনে স্বীকার করে নিয়েছেন তারা। ইতিমধ্যেই একসাথে বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করে ফেলেছেন। তবে শুরুর দিকে কিন্তু তাদের সম্পর্ক নিয়ে মোটেই খুশি ছিলো না তাদের পরিবার।

যে কারণে মায়ের হাতে চড় পর্যন্ত যেতে হয়েছে অভিনেত্রীকে। এই বিষয়ে একটি পডকাস্টে এসে জানিয়েছেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে বেশ স্ট্রাগল করেছেন দেব। তারপর নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে তিনি টলিউডের সুপারস্টার।

শুরুতে বেশ কয়েকজন অভিনেত্রীর সাথে নাম জড়ালেও শেষ পর্যন্ত রুক্মিণীর সাথেই প্রেমটা টিকে যায়। এই বিষয়ে যখন প্রথমে খবরের কাগজে তথ্য বেরিয়েছিল সেটি প্রিন্ট আউট করে বাড়িতে অভিনেত্রীর বাড়িতে দেখানো হয়। যা দেখে তার গালে চড় মেরেছিলেন তার মা।

তবে এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘মা আসলে খুব আঘাত পেয়েছিলেন। এতো কিছু জানাই মাকে, এই খবরটা জানাইনি দেখে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তা ছাড়া, আমি নিজেও তো ঠিকমতো জানতাম না সম্পর্কটা কতদূর এগোবে। একবিন্দুও বুঝতে পারিনি এতোদিন টিকে যাবে।’