‘চিরদিনই তুমি যে আমার’ বিতর্কে তোলপাড় বাংলা টেলিপাড়া, জিতু–দিতিপ্রিয়ার গন্ডগোলের মাঝেই মানালি দে-র পুরোনো অভিজ্ঞতা ভাইরাল

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে এখন তোলপাড় গোটা টেলিপাড়া। প্রধান দুই অভিনেতা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলতে থাকা বিবাদ থামার কোনও নামই নিচ্ছে না। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জিতু। ফের শুটিংয়ে ফিরতেই নতুন করে উত্তপ্ত হয় ধারাবাহিকের পরিবেশ। প্রযোজনা সংস্থার তরফে একাধিক মিটিং হওয়ার পরও নিষ্পত্তি হয়নি সমস্যার।

দর্শকরা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এবার স্বাভাবিক হবে। কারণ জিতু নিজেই জানিয়েছিলেন—ভক্তদের কথা মাথায় রেখে তিনিই কাজে ফিরেছেন। কিন্তু তার ঠিক পরই শোনা যায়, দিতিপ্রিয়া নাকি তাঁর বিরুদ্ধে ফের লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফলে উত্তেজনার পারদ আরও চড়ে যায়।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অভিনেত্রী মানালি দে-র একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও, যা এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ‘স্টোরি উইথ সাহানা’ নামের একটি পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে মানালিকে বলতে শোনা যায়—
“হিরোদের সঙ্গে ঝগড়া হবে না, তা কি কখনও হয়! আমার তো বহুবার ঝগড়া হয়েছে।”

সাক্ষাৎকারগ্রহীতা প্রশ্ন ছুড়ে দেন—এই ঝগড়া কি কখনও খারাপ পর্যায়ে গিয়েছিল? জবাবে মানালি জানান, অধিকাংশ ক্ষেত্রে তা ছিল খুনসুটি। ইন্দ্রাশিষ বা নাইজেলের সঙ্গে কাজের চাপে বহুবার ঝগড়া হলেও পরে সব স্বাভাবিক হয়ে যেত।

কিন্তু এখানেই সামনে আসে মূল চমক। মানালি জানান—একজন অভিনেতার সঙ্গে তাঁর “খুব সিরিয়াস সমস্যা” হয়েছিল। নাম প্রকাশ না করেই তিনি বলেন—
“আমি চাই না ওর সঙ্গে আর কাজ করতে। এতটাই সমস্যা তৈরি হয়েছিল। ভবিষ্যতে যদি কাজ করতেই হয়, করব… কিন্তু আমি চাইব না।”

তাঁর এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—সেই অজ্ঞাত অভিনেতা কে? এবং এই মন্তব্য কি জিতু–দিতিপ্রিয়ার চলমান বিবাদের প্রেক্ষিতে নতুন মাত্রা যোগ করল?

মানালি দে-র কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ‘কার কাছে কই মনের কথা’ শেষ হওয়ার পর তিনি ‘দুগ্গামণি ও বাঘমামা’-য় অভিনয় করেছিলেন, যা ভাল সাড়া পেয়েছিল। টেলিভিশন, ওয়েব সিরিজ বা বড়পর্দা—সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি সমান জনপ্রিয়। তবে বর্তমানে তিনি নতুন কাজের খোঁজে রয়েছেন।

টলিপাড়ার অনেকেই বলছেন, একটি শুটিং ফ্লোরে খুনসুটি থেকে মনোমালিন্য হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু তা যখন বৃহৎ আকার ধারণ করে, তখন তা প্রভাব ফেলে পুরো প্রকল্পের উপরে। ‘চিরদিনই তুমি যে আমার’-এর ক্ষেত্রে সেটাই ঘটছে।

আরও পড়ুন
জুবিন গর্গকে স্মরণে আবেগে ভাসলেন জয়া শীল

অভিনেতারা মুখ না খুললেও, দর্শক ও শিল্পমহলে এখন জল্পনার ঝড়—সমস্যার সমাধান আদৌ হবে, নাকি ধারাবাহিকের ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠবে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক