‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় নতুন মুখ ‘অপর্ণা’! কে তিনি? জানুন আসল পরিচয়

দীর্ঘ টালমাটাল জল্পনার অবসান ঘটতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন নায়িকা নিয়ে। গত সাত দিন ধরে অপর্ণা চরিত্রের অভিনেত্রী ছাড়াই শুটিং চললেও, অবশেষে মিলল নতুন মুখের খোঁজ। বিভিন্ন নাম ঘুরে বেড়ালেও, শেষ পর্যন্ত সূত্র বলছে—ঝাড়গ্রামের মঞ্চাভিনেত্রী শিরিন পাল-ই নাকি দিতিপ্রিয়া রায়কে রিপ্লেস করতে চলেছেন।

প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, সম্প্রতি যাঁদের লুক টেস্ট নেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে শিরিন পাল অন্যতম। সম্পূর্ণা মণ্ডল ও সোমু সরকারের নামও আলোচনায় ছিল, তবে চূড়ান্তভাবে শিরিনকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর শিল্পমহলের একাংশে।

ঝাড়গ্রামেই শিরিনের বেড়ে ওঠা। তাঁর পরিবারও যুক্ত সংস্কৃতিচর্চায়—‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি নাট্যদল পরিচালনা করেন তাঁর মা-বাবা। ছোটবেলা থেকেই মঞ্চের পরিবেশে বড় হওয়া শিরিন দীর্ঘদিন ধরে থিয়েটারে অভিনয় করছেন। অভিনয়ে তাঁর দক্ষতা ও স্বচ্ছন্দ ভঙ্গিই নাকি তাঁকে এগিয়ে রেখেছে অন্যদের তুলনায়।

শিক্ষাক্ষেত্রেও সমান মনোযোগী এই তরুণী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে মাস্টার্স করছেন শিরিন। অভিনয় জগতে তাঁর বিশেষ বন্ধু মহলেও অনেকেই যুক্ত আছেন, যা তাঁকে আরও উৎসাহিত করে এই পথে এগোতে।

এই ধারাবাহিক ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন—দিতিপ্রিয়ার বদলে কে আসবেন? নতুন মুখের খোঁজে তুমুল জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, খুব শিগগিরিই শুটিং শুরু করবেন শিরিন। তবে নায়িকা হিসাবে তাঁর প্রথম পর্ব কখন দর্শকের সামনে আসবে, তা চূড়ান্ত হয়নি।

এখন শুধু অপেক্ষা—মঞ্চের অভিজ্ঞতা নিয়ে শিরিন ছোটপর্দায় কতটা সফলভাবে আত্মপ্রকাশ করেন, তা দেখার। দিতিপ্রিয়ার জায়গায় তিনি কতটা দর্শক মন জিতে নিতে পারেন, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন,
বাপ্পি লাহিড়ীর জন্মদিনে স্মৃতিচারণ, আবেগে ভেসে উঠলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক