‘নারী চরিত্র বেজায় জটিল’: কালীপুজোয় চড় খেয়ে ভাইরাল অঙ্কুশ, প্রকাশ্যে এলো মজাদার প্রি-টিজার

কালীপুজোর আবহে প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরার নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর প্রি-টিজার, আর সেই সঙ্গেই জমে উঠেছে হাসির রোল। কারণ টিজারের শুরুতেই দেখা যায়, মা কালীর কাছে সপাটে চড় খেয়ে কার্যত বিপর্যস্ত অঙ্কুশ! এরপর কাঁদোকাঁদো গলায় শিবের কাছে চলে যায় তার অভিযোগের ঝড়—“তুমি পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না!”—অতঃপর শিবকে দোষারোপ করে নারীদের শক্তির সামনে পুরুষদের অসহায়তার গল্প শোনান তিনি। পুরো দৃশ্যটি মজার ছলে দেখানো হলেও দর্শকদের মুখে হাসি থামানো কঠিন।

ঝন্টুকে ঘিরে পুরো গল্প
পরিচালক সুমিত-সাহিলের ছবির মূল চরিত্র ঝন্টু, যার ভূমিকায় অঙ্কুশ হাজরা। ঝন্টু বুদ্ধিমান, চতুর হলেও একদমই বুঝতে পারে না নারীদের মন। নারীর মন বোঝার এই ‘অসাধ্য সাধনই’ হয়ে ওঠে ছবির মূল কেন্দ্রীয় হাস্যরস। রম-কম ঘরানায় তৈরি ছবিটি দেখাবে কীভাবে নিত্যদিনের ছোট ছোট ঘটনা থেকেও সৃষ্টি হয় বড়সড় ভুল বোঝাবুঝি, আর সেখান থেকেই শুরু হয় একের পর এক মজার পরিস্থিতি।

ছবির প্রযোজনায় রয়েছে অঙ্কুশের নিজের সংস্থা। অভিনেতা-প্রযোজক হিসেবে এটি তাঁর দ্বিতীয় ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘মির্জা’ খ্যাত সুমিত সাহিল।

প্রি-টিজারে মজার মজার ঝলক
প্রকাশিত ভিডিওয় দেখা যায়—
মা কালীর চড়ের পর বিস্মিত ও ভীত ঝন্টু
শিবের কাছে তার হাস্যকর অভিযোগ
নারীশক্তিকে ‘ভয়ংকরী’ আখ্যা দেওয়া হলেও পুরোটা মজাচ্ছলে
অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সের মিশ্রন
সব মিলিয়ে দর্শকের কাছে আগাম ইঙ্গিত—এই ছবিতে হাসির ভার ভরপুর।

আগেই পোস্টার ঘিরে কৌতূহল
দীপাবলিতে প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল আলোচনা। দুই পোস্টারেই নারীশক্তিকে কেন্দ্র করে অঙ্কুশ মজার টুইস্ট রেখেছেন। মার্চে প্রকাশিত প্রথম লুকেও হাসির ঝড় বয়ে যায়।
কালীপুজোয় প্রকাশিত নতুন পোস্টারে দেখা গিয়েছিল—মহাদেব আগেই সতর্ক করেছিলেন ঝন্টুকে, কিন্তু সে কথা শোনেননি অঙ্কুশের চরিত্র। আর তার ফলেই মা কালীর চড়! সেই রহস্যই উন্মোচিত হবে আগামী জানুয়ারিতে।

অভিনয়ে পরিচিত মুখ
ছবিতে অঙ্কুশের সঙ্গে রয়েছেন
ঐন্দ্রিলা
সোহাগ সেন
সোহিনী সেনগুপ্ত
ইপ্সিতা মুখোপাধ্যায়
তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকাই ছবির হাস্যরস এবং নাটকীয়তাকে আরও সমৃদ্ধ করবে।

মুক্তি আগামী বছর
২০২৬ সালের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। প্রি-টিজার পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালোবাসার আশায় থাকলাম। নতুন বছর সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক।”

মোটকথা, নতুন বছর শুরু হতে না হতেই দর্শকদের পাতে পরিবেশন হতে চলেছে একঝাঁক হালকা রসিকতার সস—অঙ্কুশ হাজরার নতুন রম-কম ‘নারী চরিত্র বেজায় জটিল’।

আরও পড়ুন
অনুষ্কা শেঠির প্রেম-স্বীকারোক্তি: ষষ্ঠ শ্রেণির সেই মুহূর্তেই ‘হ্যাঁ’, এতদিনে খোলসা করলেন অভিনেত্রী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক