রাঁচিতে ইতিহাস রচনা রোহিতের, ছন্দে ‘কিং কোহলি’; একদিনে রেকর্ডবৃষ্টি টিম ইন্ডিয়ায়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম একদিনের ম্যাচেই ইতিহাস গড়ে ফেললেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ‘হিটম্যান’ নামে পরিচিত রোহিত ODI-তে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড গড়লেন। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে মাত্র ২৬৯ ইনিংসে পেয়েছেন নিজের ৩৫২তম ছক্কা—যেখানে আফ্রিদির ইনিংস সংখ্যা ৩৭২। অর্থাৎ ১০৩টি কম ইনিংসে রোহিতের এই নজির!

রাঁচির JSCA স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। তৃতীয় ছক্কাটিই তাঁকে পৌঁছে দেয় সর্বোচ্চ ছক্কার বিশ্বসিংহাসনে। যদিও এর কিছু পরেই তিনি আউট হন, কিন্তু ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত।

ODI-তে সর্বাধিক ছক্কা – প্রথম পাঁচে কারা?
১. রোহিত শর্মা – ৩৫২ ছক্কা (২৬৯ ইনিংস)
২. শাহিদ আফ্রিদি – ৩৫১ ছক্কা (৩৭২ ইনিংস)
৩. ক্রিস গেইল – ৩৩১ ছক্কা (২৯৪ ইনিংস)
৪. সনৎ জয়সূর্য – ২৭০ ছক্কা (৪৩৩ ইনিংস)
৫. মহেন্দ্র সিং ধোনি – ২২৯ ছক্কা (২৯৭ ইনিংস)

শুধু রোহিত নন, দলের আরেক স্তম্ভ বিরাট কোহলিও রাঁচিতে খেললেন অসাধারণ এক ইনিংস। ম্যাচের প্রথম দশ ওভারের মধ্যেই দুটি ছক্কা হাঁকালেন তিনি—যা তাঁর ODI কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন একই কীর্তি। ব্যাটে-বলে তাঁর আত্মবিশ্বাসী ছন্দ দেখেই বোঝা যাচ্ছিল বিশেষ কিছু অপেক্ষা করছে।

প্রত্যাশা মতোই কোহলি তুলে নিলেন নিজের ৫২তম ODI শতরান। ১০২ বলে নির্মাণ করলেন দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের সিরিজে তাড়াতাড়ি আউট হওয়ার পর এই ম্যাচেই ফিরে পেলেন নিজের চেনা ধার।

রোহিত-কোহলি: রেকর্ড জোড়ায় আরেক রেকর্ড

দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১৩৬ রানের দারুণ জুটি গড়েন রোহিত ও বিরাট।
বিরাট: ৬১ বলে ৭২
রোহিত: ৪৮ বলে ৫৬

এই দুই তারকা একসাথে এখন পর্যন্ত ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যা ভেঙে দিয়েছে সচিন তেন্ডুলকর–রাহুল দ্রাবিড়ের আগের রেকর্ড (৩৯১টি ম্যাচ)। আন্তর্জাতিক ক্রিকেটে জুটিভিত্তিক ম্যাচসংখ্যায় তাঁরা এখন ষষ্ঠ, শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা (৫৫০ ম্যাচ)।

রাঁচির মাঠে তাই দেখা গেল ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার যুগলহাট। একজন ইতিহাস গড়লেন ছক্কার রেকর্ডে, অন্যজন শতরানে। রোহিত–বিরাটের ব্যাট যেন আবারও মনে করিয়ে দিল—ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায় এখনও পুরোদমে চলছে।

আরও পড়ুন
ফের কবে পিঁড়িতে বসছেন পলাশ-স্মৃতি? বিয়ে স্থগিতের নেপথ্যে স্বাস্থ্যসঙ্কট, মুখ খুললেন পলাশের মা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক