সাত বছরের সম্পর্ক, তারপর ২০২৪ সালে বিবাহ—বলিউড তারকা সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালকে আজ অনেকেই ‘হ্যাপি কাপল’-এর তালিকায় রাখেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের খুনসুটি এবং পিডিএ দেখে অনেকেই ভাবেন, সম্পর্ক যেন প্রথম দিনের মতোই মসৃণ। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানালেন, এই সুখের পেছনে রয়েছে কঠিন পথচলা, প্রচুর ভুল–বোঝাবুঝি আর সম্পর্ক বাঁচানোর তীব্র চেষ্টা।
সম্পর্কের ৩য় বছরে তুঙ্গে ঝামেলা

সোহা আলী খানের পডকাস্টে হাজির হয়ে সোনাক্ষী জানান, প্রেমের বয়স যখন তিন বছর, তখন তাদের মধ্যে ভয়াবহ সমস্যা দেখা দেয়। তাঁর কথায়,
“এত ঝামেলা হত… মনে হত শুধু চুলোচুলিটাই বাকি! আমরা যেন কিছুতেই একে-অপরকে বুঝতে পারছিলাম না। কোনোকিছুই ঠিকভাবে কাজ করছিল না।”
সম্পর্কের সেই অস্থিরতা তাঁদের এমন জায়গায় ঠেলে দেয়, যেখানে মনে হচ্ছিল, হয়ত আর এগোনো সম্ভব হবে না। ঝগড়া–অভিমান, রাগ–অসন্তোষে দিন কাটছিল। সেই সময়ই তাঁরা সিদ্ধান্ত নেন পেশাদার সাহায্য নেওয়ার—কাপল থেরাপি।
দুই সেশনেই মিলল সমাধান
নিজের অভিজ্ঞতা শেয়ার করে সোনাক্ষী বলেন,
“আমি থেরাপি একেবারে খোলা মনেই গ্রহণ করেছিলাম। আর খুশি যে সেটাই করেছি। মাত্র দু’টি সেশনেই বুঝতে পারি জাহির আসলে কী বলতে চাইছিল, ও কী চাইছে আমার থেকে।”
পডকাস্টে তিনি আরও জানান, সম্পর্কের সমস্যার সময়ে অনেকে থেরাপিকে ‘ট্যাবু’ ভাবে। কিন্তু তাঁর মতে, মন খোলা রাখলে এবং পেশাদারের সঙ্গে কথা বললে সম্পর্কের জট সহজেই খুলে যেতে পারে।
বিয়ের পথে সমালোচনা, পরিবারে অসন্তোষ
২০২৪ সালের জুন মাসে নিজের ফ্ল্যাটে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে আইনি বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। আন্তঃধর্মীয় বিয়ে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলেও পড়তে হয়েছিল। এমনকি শোনা যায়, পরিবারেও প্রথমে মত ছিল না এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে নাকি উপস্থিত ছিলেন না সোনাক্ষীর দুই ভাই—লব ও কুশ।
তবুও সকল বিতর্ক, সমালোচনা ও বাধা ডিঙিয়ে বিয়ের পর দেড় বছর ধরে সুখে সংসার করছেন এই তারকা জুটি। রিসেপশন পার্টিতে ছিল তারকা সমাবেশ, আর সোশ্যাল মিডিয়ায় তাঁদের দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আজও কমেনি।
আরও পড়ুন
শ্বশুরবাড়িতে নতুন জীবনে মৌবনী, প্রথমদিনেই রান্নাঘরে; হানিমুনে কোথায় যাচ্ছেন? ফাঁস করলেন নিজেই
থেরাপি–ই তাদের বাঁচিয়েছিল
সোনাক্ষীর নিজের ভাষায়, সম্পর্ক বাঁচাতে সাহায্যের প্রয়োজন হলে তা স্বীকার করতে লজ্জা নেই। বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরও গভীর হয়। তাঁদের ক্ষেত্রেও সেটাই ঘটেছে।
আরও পড়ুন
ভূতেদের ট্যাঙ্গো-পার্টি! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ গান তৈরির অজানা কাহিনি
আজকের দিনে যেখানে অনেক সম্পর্ক ছোটখাটো ভুল–বোঝাবুঝিতে ভেঙে যায়, সেখানে সোনাক্ষী–জাহিরের অভিজ্ঞতা আরও একবার মনে করিয়ে দেয়—সমস্যা থাকলেও সমাধান আছে, যদি তাকে খুঁজে নেওয়ার সাহস থাকে।