শিয়ালদহ ডিভিশনের অন্যতম জনপ্রিয় ট্রেন কলকাতা–লালগোলা প্যাসেঞ্জার যাত্রীদের জন্য আজ থেকে শুরু হল একটি নতুন অধ্যায়। মুর্শিদাবাদ ও কলকাতার মধ্যে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন এই ট্রেনে। এতদিন পর্যন্ত সাধারণ লোকাল পরিষেবা হিসেবে চললেও শৌচাগার না থাকায় দীর্ঘ যাত্রায় যাত্রীদের বিশেষভাবে সমস্যার সম্মুখীন হতে হত। বিশেষত বয়স্ক, মহিলা ও শিশুযাত্রীদের জন্য পরিস্থিতি আরও অসুবিধাজনক হয়ে উঠত।
এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে অবশেষে পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে আসা আধুনিক মেমু (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেক এবার থেকে ব্যবহৃত হবে কলকাতা–লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে। নতুন এই মেমু রেকে প্রথমবারের মতো যুক্ত হয়েছে শৌচাগারের আধুনিক পরিকাঠামো। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রায় আর যাত্রীদের সমস্যায় পড়তে হবে না।
শুক্রবার থেকেই নয়া এই মেমু রেক আপ ও ডাউন দু’দিকেই নিয়মিত চলাচল শুরু করেছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথের দৈর্ঘ্য ও যাত্রীসংখ্যা বিবেচনা করেই শৌচাগার-সহ নতুন রেক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও নিরাপদ হবে।
আরও পড়ুন
ব্যান্ডেল রুটে আসছে এসি লোকাল, আরও পাঁচটি নতুন ট্রেনের ঘোষণা
নতুন রেক চালুর ফলে যাত্রীসেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। বহুদিন ধরেই যাত্রীরা এই সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশির হাওয়া যাত্রীমহলে। দীর্ঘ পথের যাত্রাকালে প্রকৃতির ডাক এলে আর কপালে ভাঁজ পড়বে না—এটাই এখন যাত্রীদের বড় স্বস্তি।
আরও পড়ুন
এবার সন্ধ্যাতেও খোলা থাকবে সুফল বাংলা স্টল, বাড়ছে আউটলেট
নতুন মেমু রেক আধুনিক প্রযুক্তিনির্ভর, শক্তিক্ষয় কম এবং দ্রুত গতি তুলতে সক্ষম। ফলে যাত্রাসময় ও পরিষেবার মান দু’দিকেই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা–লালগোলা প্যাসেঞ্জারের নিয়মিত ব্যবহারকারীরা বলছেন, “দীর্ঘদিনের একটি বড় সমস্যার অবসান হল। শৌচাগারসহ রেক চালু হওয়ায় যাত্রা এখন অনেক বেশি আরামদায়ক হবে।”
আরও পড়ুন
২০২৬ সালে সোনার দাম ৩০% পর্যন্ত বাড়ার আশঙ্কা
রেল সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ডিভিশনের অন্যান্য দীর্ঘপথের লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনেও ধাপে ধাপে এভাবে নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শৌচাগারযুক্ত মেমু রেক চালু হওয়াকে তাই যাত্রীসেবা উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
মাত্র ১ টাকায় ১০ একর জমি! কীভাবে আবেদন করবেন?— সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া