Dev: এবার স্টাইলিশ লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেতা দেব (Dev)। জনপ্রিয় অভিনেতারা প্রায়শই তাদের অভিনয় বা নতুন কাজের ঘোষণার জন্য খবরের শিরোনামে থাকেন, এবার অভিনেতা নজর কাড়লেন তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘প্রজাপতি ২’এর প্রচারের মাধ্যমে!
সম্প্রতি তার একটি নতুন ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই ভক্তমহলে শুরু হয়েছে জোর চর্চা এবং ‘প্রজাপতি ২’ নিয়ে উত্তেজনা রীতিমতো তুঙ্গে। ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে একটি স্টাইলিশ, রয়্যাল ব্লু রঙের পোশাকে।
নীল রঙের জ্যাকেটটি আধুনিক ধরনের যা তার পুরো লুকে এনেছে এক আভিজাত্যের ছোঁয়া। সঙ্গে ম্যাচিং ট্রাউজার্স এবং চোখে স্টাইলিশ সানগ্লাস। সাদা স্নিকার্স এই পুরো লুককে দিয়েছে এক ক্যাজুয়াল অথচ দুর্দান্ত ফিনিশ। মূলত একটি দেওয়ালের সামনে বসে থাকা অভিনেতার পোজ এবং আত্মবিশ্বাসী এক্সপ্রেশন ছবিগুলির আকর্ষণীয়তা আরও বাড়িয়ে তুলেছে।
অভিনেতার এই নতুন ‘ভদ্রলোক’ লুক দেখে রীতিমতো ঝড় মহিলা অনুরাগীদের বুকে। আর তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন এটি তার আসন্ন সিনেমা ‘প্রজাপতি ২’এর প্রচারের জন্যই পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে থেকেই চলছে সিনেমার প্রচার।
এই ছবিগুলি পোস্ট করতেই কমেন্টবক্সে অনুরাগীরা তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, একইসাথে সিনেমার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। অভিনেতার স্টাইলিশ লুক ও সিনেমার নাম একসাথে দেখে ভক্তরা এখন থেকেই ‘প্রজাপতি ২’এর মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন
Smriti-Palash: অবশেষে বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন পলাশ, সম্পর্কের ভবিষ্যৎ কী? জানুন
#dev #projapati2