রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ডিসেম্বর মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরই তার সরাসরি সুফল মিলতে শুরু করেছে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) রেপো রেট হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বিভিন্ন ঋণের সুদের হার কমানোর ঘোষণা করেছে। এর ফলে ইতিমধ্যেই এসবিআই থেকে ঋণ নেওয়া গ্রাহকদের মাসিক কিস্তি বা ইএমআই কমতে চলেছে, পাশাপাশি নতুন করে যাঁরা ঋণ নেবেন, তাঁদের জন্যও লোন আরও সাশ্রয়ী হবে।
এসবিআই জানিয়েছে, তারা এক্সটারনাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট (EBLR) ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে নতুন ইবিএলআর নির্ধারিত হয়েছে ৭.৯০ শতাংশ। সাধারণত রেপো রেটের সঙ্গে যুক্ত এই ইবিএলআর কমলে হোম লোন, অটো লোন ও পার্সোনাল লোনের মতো রিটেল ঋণের সুদের হারে সরাসরি প্রভাব পড়ে। ফলে গ্রাহকদের উপর সুদের বোঝা কমে।
শুধু তাই নয়, এসবিআই মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR)–ও ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আগে যেখানে এমসিএলআর ছিল ৮.৭৫ শতাংশ, তা এখন কমে হয়েছে ৮.৭০ শতাংশ। এর পাশাপাশি ব্যাঙ্কের বেস রেট বা বিপিএলআর ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৯০ শতাংশ করা হয়েছে। এসব নতুন হার আগামী ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে এসবিআই-এর পথ অনুসরণ করে আর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক (IOB)–ও ঋণের সুদের হারে পরিবর্তন এনেছে। আইওবি তাদের এক্সটারনাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে এই হার ৮.৩৫ শতাংশ থেকে নেমে হয়েছে ৮.১০ শতাংশ। পাশাপাশি মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড ফান্ডিং রেটেও ৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে ব্যাঙ্কটি।
এই সুদের হার হ্রাসের ফলে হোম লোন, ভেহিক্যাল লোন এবং পার্সোনাল লোনের মতো জনপ্রিয় ঋণ আরও সস্তা হবে। বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবী গ্রাহকদের জন্য এটি বড় স্বস্তির খবর, কারণ কম ইএমআই মানে মাসিক খরচের চাপ কিছুটা হলেও কমবে।
সামগ্রিকভাবে বলা যায়, রেপো রেট কমানোর সিদ্ধান্তের পর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এই পদক্ষেপ ঋণগ্রহীতাদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ভবিষ্যতে আরও ব্যাঙ্ক একই পথে হাঁটলে সাধারণ মানুষের হাতে খরচযোগ্য অর্থ বাড়বে, যা অর্থনীতির গতি বাড়াতেও সহায়ক হতে পারে।
আরও পড়ুন
জানুয়ারিতে সরকারি কর্মীদের টানা ছুটির বন্যা! দুই দফায় মিলছে ১০ দিনের ছুটি