ছ’বছরের প্রেমে বাগ্‌দানের সিলমোহর: কবে বিয়ে করছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা?

বলিউড অভিনেতা অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দু। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর দাপুটে অভিনয় দর্শকদের মুগ্ধ করার মাঝেই এ বার নিজের সম্পর্কের জল্পনায় ইতি টানলেন তিনি। ছ’বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে একত্রবাসে রয়েছেন অর্জুন। অবশেষে বিয়ে ও বাগ্‌দান নিয়ে মুখ খুললেন এই তারকা জুটি।

রিয়া চক্রবর্তীর পডকাস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই তাঁদের সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিয়ের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই গ্যাব্রিয়েলা স্পষ্ট করে জানান, তাঁরা এখনও বিবাহিত নন। তবে ভবিষ্যৎ নিয়ে দরজা পুরোপুরি বন্ধ রাখতেও নারাজ তিনি। গ্যাব্রিয়েলার কথার রেশ কাটতে না কাটতেই অর্জুন নিজেই চমকপ্রদ ঘোষণা করেন— তাঁদের বাগ্‌দান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এমনকী, এই খবর প্রথমবার প্রকাশ্যে জানান রিয়ার অনুষ্ঠানেই।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুন রামপাল দীর্ঘদিন বিবাহিত ছিলেন মডেল মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয় এবং প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। এই দাম্পত্যে তাঁদের দুই কন্যা সন্তান— মাহিকা রামপাল ও মাইরা রামপাল। বিচ্ছেদের পর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের সম্পর্কের শুরু। এই দম্পতিরও দুই সন্তান রয়েছে— অরিক ও অরিভ, যাঁদের নিয়েই এখন তাঁদের সংসার।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও অর্জুন রামপাল ফের আলোচনায়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিতে আইএসআই আধিকারিকের চরিত্রে তাঁর ভয়ঙ্কর ও নিষ্ঠুর অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির দ্বিতীয় পর্বে নাকি আরও ভয়াবহ রূপে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sreemoyee-Kanchan: ক্রিসমাসের আগেই উদযাপনে মেতে উঠলেন শ্রীময়ী-কাঞ্চন, ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি

নেতিবাচক চরিত্রে অর্জুনের সাফল্য নতুন নয়। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় দর্শকের নজর কাড়েন তিনি। ওই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। পরে ‘রা ওয়ান’-এও নায়কের সঙ্গে সমানে টক্কর দিতে দেখা যায় অর্জুনকে, যেখানে অনেক সময় তিনি খানিকটা এগিয়েও ছিলেন বলে মনে করেন অনেকে।

আরও পড়ুন
Deepika: ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি, সাদা পোশাকে দীপিকার মনমাতানো ফটোশ্যুট

সব মিলিয়ে, একদিকে সফল অভিনয়জীবন, অন্যদিকে ছ’বছরের সম্পর্কের পর বাগ্‌দানের স্বীকৃতি— জীবনের দুই অধ্যায়েই এখন সুখের সময় পার করছেন অর্জুন রামপাল। কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, সে উত্তর সময়ই দেবে।

আরও পড়ুন
‘মুক্তো নয়, তুমি হীরে’—বিবাহবার্ষিকীতে অহনাকে জড়িয়ে ভালোবাসার পোস্ট দীপঙ্করের

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক