টলিপাড়ার সবচেয়ে ‘লাভি ডাভি’ জুটিদের তালিকায় সৌরভ দাস ও দর্শনা বণিকের নাম এখন একেবারে উপরের দিকেই। বিয়ের প্রায় দু’বছর পূর্ণ হতে চললেও, সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও গভীর হচ্ছে তাঁদের সম্পর্ক। বাস্তব জীবন হোক বা সোশাল মিডিয়ার ঝলক—সর্বত্রই ধরা পড়ে একে অপরের প্রতি তাঁদের ভালোবাসা, বোঝাপড়া আর বন্ধুত্ব।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর চারহাত এক হয়েছিল সৌরভ-দর্শনার। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের স্বপ্নের বিয়ের আসর। পরিবার, বন্ধু ও ইন্ডাস্ট্রির কাছের মানুষদের উপস্থিতিতে সেই দিনটা হয়ে উঠেছিল আরও বিশেষ। আর এখন, সেই বিশেষ দিনের দ্বিতীয় বর্ষপূর্তি আসতে চলেছে।
বিবাহবার্ষিকীর আগেই তাই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে, একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন সৌরভ ও দর্শনা। এবছর তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর গন্তব্য ইন্দোনেশিয়া। নীল সমুদ্র, সোনালি বালি আর প্রকৃতির কোলে ভালোবাসার ছুটি কাটাচ্ছেন এই তারকা দম্পতি।
ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার সমুদ্রতট থেকে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাঁরা ইনস্টাগ্রামে। ছবিগুলিতে কখনও হাত ধরাধরি, কখনও সমুদ্রের ধারে নিশ্চিন্ত সময় কাটানোর মুহূর্ত—সব মিলিয়ে নিখাদ রোম্যান্স। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘Work, Travel, Save, Repeat’—যা যেন তাঁদের জীবনদর্শনেরই প্রতিচ্ছবি।
আরও পড়ুন
‘মুক্তো নয়, তুমি হীরে’—বিবাহবার্ষিকীতে অহনাকে জড়িয়ে ভালোবাসার পোস্ট দীপঙ্করের
কলকাতায় সৌরভ ও দর্শনা দু’জনেই নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। শুটিং, প্রজেক্ট আর নানা দায়িত্বের মাঝেই কাটে তাঁদের বেশিরভাগ সময়। তবে কাজের ফাঁকে সুযোগ পেলেই নিজেদের জন্য সময় বের করে নিতে ভোলেন না তাঁরা। একসঙ্গে ভ্রমণ, নতুন জায়গা দেখা আর নিরিবিলিতে সময় কাটানো—এই ছোট ছোট মুহূর্তেই যেন তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়।
আরও পড়ুন
ছ’বছরের প্রেমে বাগ্দানের সিলমোহর: কবে বিয়ে করছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা?
দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হল না। শহর, পরিচিত গণ্ডি আর ব্যস্ততা থেকে অনেক দূরে গিয়ে, ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোই যে তাঁদের কাছে সবচেয়ে বড় উদযাপন—তা আবারও প্রমাণ করলেন সৌরভ-দর্শনা। তাঁদের এই রোম্যান্টিক সফরের ছবি দেখে অনুরাগীরাও মুগ্ধ, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
আরও পড়ুন
৫০০ টাকা থেকে ৩০০ কোটির সাম্রাজ্য: কপিল শর্মার অনুপ্রেরণামূলক সাফল্যগাথা