Srabanti Chatterjee:টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় Srabanti Chatterjee-কে চেনেন না এমন মানুষ দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবেনা গোটা ‘ভারত’ এ । যদিও অভিনেত্রীর খ্যাতি শুধুমাত্র দেশ জুড়েই নয় বিদেশেও রয়েছে। যার কর্ম জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই। মাঝেমধ্যেই তিনি নানান কারণে উঠে আসেন সংবাদ মাধ্যমের শিরোনামে। একবার দুবার নয় তিন তিনবার বিবাহ বিচ্ছেদের পরও অভিনেত্রীর জীবনে নতুন মানুষের আগমনের খবর বহুবার শোনা গেছে।
এ বিষয়ে প্রত্যেকবার অভিনেত্রী শ্রাবন্তী জানিয়েছেন, ‘প্রেম করায় তার আর আগ্রহ নেই’। সম্প্রতি, অভিনেত্রী শ্রাবন্তী Srabanti Chatterjeeসোশ্যাল মিডিয়ায় তাঁর প্রিয় মানুষের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন।এমনিতেই সোশ্যাল মিডিয়া বেস্ট অ্যাক্টিভ থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নিজের কর্ম জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নানান ধরনের আপডেট দিতে দেখা যায় অভিনেত্রীকে। আরও পড়ুন,রোগীকে হেনস্থা হাসপাতাল কর্মীর, উত্তরপ্রদেশে হুলস্থুল
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘বিশেষ মানুষটির’ ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন তিনি। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- সেই মানুষটিকে ছাড়া তিনি নিজের জীবন কল্পনাও করতে পারেন না! আরও পড়ুন,Palmistry: হাতে এই রেখা আছে? নিজের ভাগ্য নিজেই লিখবেন
অভিনেত্রী শ্রাবন্তী(Srabanti Chatterjee)র জীবনের এই বিশেষ মানুষটি কে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে? তিনি আর কেউ নন, অভিনেত্রীর প্রিয় বান্ধবী সঞ্চারী চক্রবর্তী (Sanchari Chakraborty)। সম্প্রতি সঞ্চারীর জন্মদিন ছিল। সেই করনেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আদুরে বার্তা দেন শ্রাবন্তী।
আরও পড়ুন,
*জিতু-নবনীতার বিচ্ছেদে তাঁর হাত? অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী
*AC-র রং সর্বদা সাদা হয় কেন? জানুন করণ