শারীরিক অসুস্থতা নিয়েই স্বামী নীলাঞ্জন ঘোষকে জন্মদিনের সারপ্রাইজ দিলেন শিল্পী ইমন চক্রবর্তী! সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। আসলে দু’জন দু’জনের কর্মক্ষেত্রে ভীষণই ব্যস্ত থাকেন। তাই যেটুকু সময় পান একান্তে কাটানোর সেগুলি মিস করতে চান না তারা।
তাইতো জ্বর নিয়েই স্বামীর জন্মদিনে মেতে উঠলেন ইমন। দেখতে দেখতে বিবাহিত জীবনের তিনটে বছর পার করে ফেলেছেন তারা। ইমন যতটাই বহির্মুখী, স্বামী ততটাই অন্তর্মুখী। তবে দুই মেরুর মানুষ হওয়া সত্বেও ভালোবাসায় একে অপরকে বেঁধে রেখেছেন তারা। স্বামীর জন্মদিনে অসুস্থ হয়ে পড়েছেন ইমন।
তাই তো নিজের জন্মদিনে নিজেকেই রান্না করতে হয়েছে নীলাঞ্জনকে। দুপুরে সকলে মিলে তাই খাবেন পরিবারের সদস্যরা। ইমন বলেন, ‘আমি ১লা বৈশাখ অনুষ্ঠান করতে গিয়েছিলাম, তারপর থেকেই শরীরটা খারাপ। যদিও কাল রাত থেকেই আমরা নীলাঞ্জনের জন্মদিনের উদ্যাপন শুরু করি। সকাল থেকে জ্বরে আমি শুয়ে। নীলাঞ্জন নিজেই রান্না করছে, সেটাই আমরা খাবো।’
তবে তার মধ্যেও কিন্তু স্বামীর জন্য পায়েস রান্না করেছেন ইমন। আর উপহার হিসেবে দিয়েছেন হ্যান্ডড্রাম বাদ্যযন্ত্র। যদিও সেটি কলকাতায় পাওয়া যায় না, তবে ভাগ্যবশত তিনি সেটি পেয়েছেন। ইমন আরো জানান, ‘আসলে কাল রাতে যখন কেক কাটা হয়, তখনই ও বুঝতে পেরেছিল। তবু এমন একটা ভাব করছে, কী হচ্ছে আমি জানি না তো! আসলে আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো আমি মিস্ করতে চাই না।’
সোশ্যাল মিডিয়ায় সারপ্রাইজ দেওয়ার ভিডিও পোস্ট করেছেন ইমন। যেখানে দেখা যাচ্ছে তিনি স্বামীর চোখ বন্ধ করে বাইরে নিয়ে আসছেন। বাইরে তার জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি কেক। বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে হই-হুল্লোড় করে কেক কাটা হয়। আর এই সারপ্রাইজ পেয়ে নীলাঞ্জন যে বেশ খুশি হয়েছেন তা বোঝা গিয়েছে তাকে দেখেই।
আরও পড়ুন,
*প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রস্তুত রামদেব! ‘উনি মোটেই নিরপরাধ নন’, জানাল সুপ্রিম কোর্ট
*২০০ কোটির মেগা বাজেট ‘কিং’-এর! সুহানার ডেবিউ ছবির জন্য বিরাট বাজি শাহরুখের