এক রাতের জন্য কত টাকা নেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি? সম্প্রতি তারই উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি যে এই অভিনেত্রী মানেই ঠোঁটকাটা স্বভাবের। সত্যি কথা মুখের উপর বলতে কোনোদিনই ভয় পান না তিনি। যেই হোন না কেন সর্বদা স্পষ্ট করে উত্তর দেন।
সম্প্রতি সেরকমটাই হয়েছিল তার সাথে। আসলে সোশ্যাল মিডিয়ায় তারকারা কিছু পোস্ট করলে কিছু মানুষ যেমন প্রশংসা করেন আবার কিছু মানুষ কটাক্ষ করতেও ছাড়েন না। সেরকমই তন্ময় ঘোষ নামক এক ব্যক্তি ট্যুইটারে স্বস্তিকাকে জিজ্ঞেস করেছিলেন, ‘এক রাতের জন্য কত টাকা নেন?’
যার উত্তরে তিনি যা বলেছেন তা মুগ্ধ করেছে সকলকে। সেখানে তিনি বলেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে। তাই সে চেষ্টা করুন।’ তার এই মন্তব্য দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অন্যদিকে যে ব্যক্তি তাকে এই প্রশ্ন করেছিলেন তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সকলে।
প্রত্যেকের মুখে একটাই কথা তার চিকিৎসার প্রয়োজন আছে। তবে এই প্রথম নয় এর আগেও একদিন মেকআপবিহীন দুটি ছবি পোস্ট করেছিলেন। সেই সময়ে রাম বণিক নামক এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আপনাকে অভিনেত্রী কম যৌনকর্মী বেশি লাগে।’
যার উত্তরে স্বস্তিকা লেখেন, ‘থ্যাংক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড়ো করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।’
আরও পড়ুন,
*এই গরমে চুল বাঁধবেন কিভাবে? জানুন কায়দা
*দীর্ঘক্ষণ এসি-র হওয়া খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ