নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ Poco স্মার্টফোন কোম্পানির তরফে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ হতে পারে। আর সেটি হল Poco F6। তবে জেনে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে এই স্মার্টফোনে।
Poco F6 সিরিজে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেই স্মার্টফোন দু’টি হলো Poco F6 Pro এবং Poco F6। যদি আপনার বাজেট কম হয়ে থাকে তবে এই মিড রেঞ্জের স্মার্টফোনটি আপনার জন্য সেরা হতে পারে। তাই আর দেরি না করে চটপট তৈরি হয়ে যান।
সস্তা দামে চিনা কোম্পানি তাদের এই নতুন স্মার্টফোন ভারতে আনতে চলেছে। নিজের জন্য কিংবা কাউকে উপহার দিতে চাইলে এই স্মার্টফোনের জুড়ি মেলা ভার। এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।
এছাড়া এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে বাজারে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনে রয়েছে ১৬ জিবি র্যাম। এছাড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আপাতত স্মার্টফোনটি লঞ্চ হয়নি। লঞ্চ হলে সমস্ত তথ্য জানা যাবে।
আরও পড়ুন,
*এসি চালিয়ে ঘুমাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন যে সব বিপদ
*শরীরে লুকিয়ে নেই তো কঠিন রোগ? লক্ষণ জেনে সতর্ক হন