বর্তমান সময়ে প্রায় কমবেশি সকলের বাড়িতেই একটি করে রেফ্রিজারেটর লক্ষ্য করা যায়। মূলত খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্যই এই যন্ত্রটির ব্যবহার হয়ে থাকে। তবে গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা জল, আইসক্রিম বা অন্যান্য ঠান্ডা পানীয়ের জন্যেও কিন্তু এই রেফ্রিজারেটরের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার ফলে রেফ্রিজারেটরের ভেতরে নোংরা জমে যায়। ফলে সেখান থেকে তৈরি হয় দুর্গন্ধ। শুধু তাই নয় সেখান থেকে জীবাণু সংক্রমণও দেখা যায়। তবে চিন্তা নেই আজ আমরা এমন কিছু উপায়ের কথা বলবো যার মাধ্যমে খুব সহজেই আপনার ফ্রিজটিকে ঝকঝকে করে তুলতে পারবেন।
প্রথমেই ফ্রিজ থেকে বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে দিন। চাইলে আপনি প্লাগও খুলে ফেলতে পারেন। কিছুক্ষণ এভাবে রাখলে ভেতরে জমে থাকা বরফ গলে যাবে।
পরিষ্কার করতে আপনার লাগবে ডিটারজেন্ট, ব্রাশ, স্পঞ্জ তোয়ালে এবং জল। প্রথমে ফ্রিজের সমস্ত তাকগুলো খুলে ফেলুন। এবার জলের মধ্যে ডিটারজেন্ট ভালো করে মিশিয়ে তাতে স্পঞ্জ ভিজিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন। এরপর পরিষ্কার জলে কাপড় ভিজিয়ে আরো একবার ভেতরটা মুছে নিন।
অনেক সময় দেখা যায় দরজায় আঠালো পদার্থ লেগে থাকে। এটি তোলার জন্য ভিনিগার ব্যবহার করুন। ভিনিগার মেশানো জলে ব্রাশ ডুবিয়ে ঘষে তুলে ফেলুন দরজার নোংরা।
যদি দেখেন ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে তাহলে একটি পাত্রে বেকিং সোডা বা লেবুর রস মিশিয়ে সেই জলে কাপড় ভিজিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন। এতে সমস্ত দুর্গন্ধ চলে যাবে।
সবশেষে শুকনো কাপড় দিয়ে গোটা ফ্রিজটা ভালো করে মুছে ফেলুন। ভেতর ও বাইরের অংশ শুকনো কাপড় দিয়ে মুছবেন। তারপর তাক লাগিয়ে একটু শুকনো হতে সময় দিন। তার কিছুক্ষণ পর প্লাগ লাগিয়ে অন করে পুনরায় ব্যবহার করুন আপনার সাধের রেফ্রিজারেটর।
আরও পড়ুন,
*ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা হবে জল, তৃষ্ণা মেটানোর সেরা উপায়
*কড়াইয়ের পোড়া দাগ তোলা এত্তো সহজ! এক্ষুনি জানুন উপায়