Ameesha Patel on how it feels to act in intimate scenes

Ameesha Patel: দীর্ঘদিন বলিউডের সাথে যুক্ত থাকলেও পর্দায় কয়েকটি কাজ করতে নারাজ অভিনেত্রী আমিশা পাটেল! সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমন কথাই জানিয়েছেন তিনি। দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন তিনি। সকলেই ভেবেছিলেন হয়তো অভিনয় জগৎকে পুরোপুরি বিদায় জানিয়েছেন।

তবে তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে দীর্ঘ সময় পর ‘গদর ২’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন তিনি। ২২ বছর পর এই সিনেমার সিক্যুয়েল তৈরি হয়েছে। যেখানে শীর্ষ চরিত্রতে দেখা গিয়েছে আমিশা পাটেল এবং সানি দেওলকে। বক্স অফিসে রীতিমতো রেকর্ড তৈরি করেছে এই সিনেমাটি।

যার ফলে ফের চর্চায় উঠে এসেছেন আমিশা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ তিনি। তার মতে, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা যৌন উত্তেজনামূলক দৃশ্যে অভিনয় করতে মোটেই ভালো লাগে না। সলমন খান যেমন পর্দায় চুমু খেতে একেবারেই রাজি নন। একই কথা সানি দেওলের ক্ষেত্রেও। সেরকম কারণেই আমারো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভালো লাগে না।’

আসলে তিনি মনে করেন তিনি নিজে যদি কোনো দৃশ্যতে অস্বস্তি বোধ করেন তাহলে সেখানে তিনি কাজ করবেন না। নিজের জন্য বেশ কয়েকটি সীমারেখা তৈরি করেছেন তিনি। তবে শুধুমাত্র ঘনিষ্ঠ দৃশ্যই নয় খোলামেলা পোশাক পরতেও রাজি নন আমিশা। যদি কোনো দৃশ্যতে নারীদের অবমাননাকর কিছু কাহিনী থাকে সেখানেও কাজ করেন না।

সবমিলিয়ে বলতে গেলে তিনি তার অভিনয়ের জন্য নিজস্ব গণ্ডি তৈরি করে রেখেছেন, যা কোনোমতেই অতিক্রম করবেন না। উল্লেখযোগ্য মুক্তির দিন থেকেই বক্স অফিসে সফল ‘গদর ২’। মাত্র তিনদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেটি ৫০০ কোটিতেও ঢুকে পড়বে।

আরও পড়ুন,
*ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? ৫ উপায়ে ঝকঝকে হবে
*Cooking Oil: একবার রান্নার পর সেই তেল দিয়ে ফের রান্না করছে? সুস্থ থাকতে চাইলে এক্ষুনি জানুন