Viral Video: সিংহ শাবককে উড়িয়ে নিয়ে গেল বিরাট ঈগল! হু হু করে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় নানান ধরনের ভিডিও। সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে ভিডিওগুলি ভাইরাল হয়। কখনও দেখা যায় কারোর প্রতিভার ভিডিও আবার কেউ কেউ নানান তাজ্জব ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা নানান অজানা মূহুর্তের সাক্ষী হতে পারি।

কেউ কিছু অদ্ভুত দেখলে কিংবা কারোর যদি কোনো একটি জিনিস ভালো লাগে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর তা যদি মানুষের পছন্দ হয় তাহলে তা ভাইরাল হতে সময় নেয় না। তাই দেখা যায় নানান ধরনের ভিডিও যা আমাদের তাজ্জব বনে দেয়। তেমনই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।

সেই ভিডিও দেখা গিয়েছে একটি ঘন বনে ঘেরা অঞ্চল যেখানে বনের ভয়ঙ্কর জীবজন্তুর বাস। সেখানে এক জায়গায় ভিড় করে রয়েছে বেশ কিছু সিংহ শাবক। তারা এতটাই ছোটো যে দ্রুত চলতে পারে না৷ ধীরে ধীরে এগোতে থাকে। আপন মনে নিজেদের মতন খেলা করে। কিন্তু সিংহ শাবক হলেও প্রাণের ভয় তারও রয়েছে। কারণ বড় সিংহের ভয়ে তার শাবকের আশেপাশে কোনো জীবজন্তু না এলেও তাকে গ্রাস করার প্রহর গোনে আরেকজন।

আর সে হল ঈগল পাখি। আকাশের উপর উড়তে থাকলেও তার নজর থাকে মাটিতে। কোন জীবজন্তু মরে রয়েছে কিংবা কোনো পশু পাখির বাচ্চা যা সে নিজে ও তা সন্তানকে খাওয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক সিংহ শাবককে দুই পা দিয়ে জড়িয়ে ধরে নিয়ে যেতে চাইছে ঈগল পাখি। আর ঠিক সেই মূহুর্তে সেখানে হাজির হয় বড় সিংহ। ঈগল পাখিটিকে থাবা দিয়ে ধরাশায়ী করে সিংহ। অবশেষে ঈগল পাখির হাত থেকে রক্ষা পায় ছোট্ট শাবকটি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন।

https://youtu.be/d71q3xefzgU?si=iIsfRWj7dXgX0Qt-

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক