Doli Sharma’s Stage Dance: হরিয়ানার বিভিন্ন অনুষ্ঠান মানেই সেখানে নাচ-গানের আয়োজন করা হয়। যেখানে মূলত দেখা যায় একটি মঞ্চ তৈরি করে সেখানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ইতিমধ্যেই আমরা হরিয়ানার জনপ্রিয় শিল্পী স্বপ্না চৌধুরীকে দেখেছি।
তবে তাকে আর কোনো অনুষ্ঠানে নাচ প্রদর্শন করতে দেখা যায় না। তার পরিবর্তে বেশ কয়েকজন শিল্পী এই তালিকায় নাম লিখিয়েছেন। যার মধ্যে অন্যতম হলেন ডলি শর্মা(Doli Sharma)। সম্প্রতি তাকে একটি নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে মঞ্চের ওপর(Stage Dance)।
মূলত একটি জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেছেন তিনি। এদিন তাকে নাচতে দেখা গিয়েছে ‘বন্দুক কি দিওয়ানি’ গানটিতে। নাচের সময় তার এনার্জি রীতিমতো মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো।
সাদা রঙের একটি সালোয়ার কামিজ পরে নাচ প্রদর্শন করেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন প্রচুর মানুষ। প্রত্যেকে সেখানে প্রশংসাসূচক মন্তব্য করেছেন।
অন্যদিকে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতোন। যা দেখে এটাই স্পষ্ট হয়েছে তার নাচ ভীষণই পছন্দ করেছেন উপস্থিত দর্শকেরা। তবে শুধু এই ভিডিওই নয় এর আগেও এরকম ভিডিও আমরা দেখেছি। সেখানেও তার নাচ পছন্দ করেছেন সকলে।