Viral video Elephant attack lion

Viral Video: আকৃতিগত দিক দিয়ে হাতি(Elephant) কতটা শক্তিশালী তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যদি সেটি বন্য হাতি হয় তাহলে তার হিংস্রতা বেড়ে যায় বহুমাত্রায়। এমনকি তখন সে যে কোনো হিংস্র পশুর সাথে লড়াই করতে সক্ষম।

সম্প্রতি সেরকমই একটি ভিডিওতে দেখা যাচ্ছে সিংহ দের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে বেশ কয়েকটি বন্য হাতি। রীতিমতো সিংহ এবং তার বাচ্চাদের তাড়া করে বেড়াচ্ছে হাতির দল। ভয়ে বাচ্চা নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে সেই সিংহ(Lion)।

আসলে জঙ্গল মানেই সেখানে নানান ধরনের দৃশ্য দেখা যায়। বিভিন্ন বন্যপ্রাণীদের মধ্যে লড়াই লেগে রয়েছে ক্রমাগত। বেঁচে থাকার জন্য তাদের সব সময় লড়াই চালিয়ে যেতে হয়। একটু অসচেতন হলেই তাদের প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই তো সবসময় সচেতন থাকতে হয় প্রাণীদের।

তবে অনেক সময় দেখা যায় হঠাৎ করেই তাদের ওপর অন্য কোনো প্রাণী আক্রমণ করে বসেছে। এই ভিডিওটিতেও সেরকমটাই দেখা গিয়েছে। যেখানে সিংহ তাদের বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করছিলো, এরপরই অতর্কিতভাবে হামলা করে হাতির দল।

তবে শেষ পর্যন্ত কী হয় তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে জঙ্গলে ঘুরতে গিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেটি দেখে ফেলেছেন প্রচুর মানুষ।

https://youtu.be/1mJqa2CoFYY?si=oYDb6LLIi-k8dNBC