স্বস্তির নিশ্বাস! ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে দারুন চমক, দেশ জুড়ে ১০ হাজার ৪জি টাওয়ার বসালো BSNL

সম্প্রতি রিচার্জ প্যাকের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন। সাধারণ মানুষের পকেটে যে আরও টান পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ প্রতিটি রিচার্জের দাম অনেকটাই বাড়ানো হয়েছে। আর তাতে চিন্তার ভাজ পড়েছে সাধারণ মানুষের৷ এমন অবস্থায় সাধারণ মানুষের কাছে আলাদিনের প্রদীপ হয়ে ফিরতে পারে বিএসএনএল।

ভারত সঞ্চার নিগম লিমিটেডের বেশ কয়েকটি রিচার্জের প্ল্যান, বেসরকারি টেলিকম সংস্থার প্ল্যানের থেকে অনেকটাই কম। এই প্রতিযোগিতায় টিকে থাকতে বিএসএনএল আনল ৮৪ দিনের একটি রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম থাকবে। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। যারা তিন মাস মোবাইল চালু রাখার পাশাপাশি ডেেটা বা কলিং পরিষেবা পেতে চান তারা এটি নিয়ে ভাবতে পারেন।

বিএসএনএল-এর নতুন প্ল্যানটি ৮৪ দিনের ব্যবহারের জন্য। এই প্ল্যানটির নাম STV599। এটির মাধ্যমে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, ডেটার সুবিধা ও ১০০টি এসএমএসের সুবিধা প্রতিদিন। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহক পাবেন ৩ জিবি ডেটা। অর্থাৎ ৮৪ দিনে ২৫২ জিবি ডেটা পাবেন।

জিও-তে ৩জিবি ডেটা প্ল্যানের দাম আগে ছিল ৯৯৯ টাকা। যা এখন বেড়ে হয়েছে ১১৯৯ টাকা। বিএসএনএল-এর রিচার্জের তুলনায় জিও-এর দাম অনেক বেশি তা বলাই বাহুল্য। জানা যাচ্ছে, বিএসএনএল বাজারে হাল ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। দেশ জুড়ে ১০ হাজার ৪জি নেটওয়ার্ক বসানোর কাজ সম্পন্ন করেছে তারা।

গ্রাহকেরা যাতে ইন্টারনেট কম পয়সায় ব্যবহার করতে পারে ও পরিষেবা পায় তার জন্য সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুতি বিএসএনএল। বিএসএনএল রিচার্জের দাম অপরিবর্তিত রাখায় অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক