স্ত্রী ঐশ্বর্য্য রাই বচ্চনের সাথে বিচ্ছেদের কথা যে নেহাতই জল্পনা সেই বিষয়টি পরিষ্কার করলেন অভিনেতা অভিষেক বচ্চন! যদিও সরাসরি কিছু বলেননি তিনি, তবে তার করা একটি কাজ সবটাই স্পষ্ট করে দিয়েছে দর্শকদের। দীর্ঘদিন ধরেই ঐশ্বর্য্য এবং অভিষেকের বিচ্ছেদের জল্পনা হট টপিক হয়ে উঠেছে বলিউড মহলে।
তার ওপর অনন্ত এবং রাধিকার বিয়েতে স্ত্রীকে নিয়ে না উপস্থিত হওয়া জল্পনায় যেন ‘আগুনে ঘৃতাহুতি’। বিয়ের দিন পরিবারের সকলের সাথে উপস্থিত হয়েছিলেন অভিষেক অথচ সেখানেই মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করতে দেখা যায় ঐশ্বর্য্যকে।
যার ফলে সকলের মনে একটা প্রশ্নই জাগে তাহলে কি সত্যিই দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙতে চলেছে? তবে সেটি যে নেহাতই জল্পনা তাই প্রমাণ করলেন অভিষে। আসলে সম্প্রতি একটি গাড়ি কিনেছেন তিনি। আর সেই গাড়িতে করে সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন ভাগ্নে অগস্ত্য নন্দা এবং তার বান্ধবী সুহানা খান।
তবে সেই গাড়িতেই রয়েছে একটি চমক। হয়তো অনেকেই জানেন ঐশ্বর্য্যর প্রিয় সংখ্যা হলো ৫০৫০। এর আগে ঐশ্বর্য্যর কাছে একটি মার্সিডিজ গাড়ি ছিল যেখানে এই চারটি সংখ্যা দেখা গিয়েছে। যদিও সেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি।
আর অবাক বিষয় হলো অভিষেকের নতুন গাড়িতে এই সংখ্যাগুলিই দেখা গিয়েছে। যার অর্থ স্ত্রীকে খুশি করতে তার প্রিয় নাম্বার প্লেটের গাড়ি কিনেছেন তিনি। যার ফলে এটাই স্পষ্ট হয়েছে মোটেই বিচ্ছেদ নয় বরং সুখী দাম্পত্যজীবন উপভোগ করছেন অভিষেক এবং ঐশ্বর্য্য।
আরও পড়ুন,
*লুলিয়ার জন্মদিন, প্রেমিকাকে চুমু না খেলে হয়! ভাইরাল ভাইজানের একগুচ্ছ ফোটো