AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে কুল কুল হাওয়া

AC not cooling? If you do this, cool air will come out

AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে কুল কুল হাওয়া

প্রতিদিন গরমের দাপট বেড়েই চলেছে। আর এই গরম থেকে বাঁচতে অনেকেই এয়ার কন্ডিশনাররের উপর নির্ভর করছেন। সাময়িক স্বস্তি মিলছে তার মাধ্যমে। বৈশাখের শুরু হতে না হতেই সূর্যের দাপটে নাজেহাল গোটা দেশ। অনেকেই তীব্র গরমের দাপট থেকে বাঁচতে বাড়িতে এসি লাগিয়েছেন। কিন্তু এসি বাড়িতে লাগালেই কাজ শেষ নয়। এর নিয়মিত যত্ন করতে হবে। তার পাশাপাশি খেয়াল রাখতে হবে সবসময় সঠিকভাবে কাজ করছে কিনা।

তাই এসির যত্ন কীভাবে নেবেন তা জেনে নিন

*এসির মধ্যে থাকা কয়েল ভালো করে পরিষ্কার করুন। কারণ কয়েলে জমে থাকা নোংরা পরিষ্কার না করলে এসি ঠিকমতো কাজ করবে না।

*এসির ফিল্টার ভালো করে পরিষ্কার করতে হবে। তা না করলে গরম হাওয়া বাইরে বেরোতে পারবে না এবং এসি ঘরকে ঠান্ডা করতে পারবে না।

*এর পাশাপাশি এসির আউটডোর ইউনিটটিকে ভালো করে পরিষ্কার করতে হবে।
এসি যে তারের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলি ভালো করে পরীক্ষা করতে হবে। তা না হলে শর্টসার্কিট হতে পারে।

*এর পাশাপাশি যে সংস্থা থেকে এসি কেনা হয়েছে তাদের মাধ্যমে এসির সার্ভিসিং করান।

এভাবে এসিকে নিয়মিত দেখেশুনে রাখলে এসি ঠিকমতো কাজ করবে এবং গরমে ঠান্ডা হাওয়া দিতে সক্ষম হবে।