ধর্ষণ থেকে মাদক পাচার— একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতা আজ়াজ খানের। ‘বিগ বস’-এর প্রাক্তন এই প্রতিযোগীকে সেই কারণেই কাটাতে হয়েছিল জেলের লম্বা সময়ও। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছেন তিনি। আর সেই আজ়াজই এবার এক মানবিক উদ্যোগে শিরোনামে।
গত কয়েক বছর ধরেই গুরুতর কিডনির অসুখে ভুগছেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে তাঁকে। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। চোখমুখ ফুলে গেছে, দুর্বলতা বেড়েছে। নিজেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন— “যাওয়ার সময় এসে গেছে।” তাঁর এই বক্তব্যে উদ্বেগে পড়েছেন অনুরাগীরা।
বিনোদন
Koel: নিজের পোশাক রেখে দিদি ও বৌদিদের পোশাক পরেন কোয়েল! জানালেন অজানা তথ্য
এই পরিস্থিতিতে প্রেমানন্দ মহারাজের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন আজ়াজ খান। সম্প্রতি এক ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন,
“প্রেমানন্দ মহারাজ এমন একজন যিনি কখনও অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, কাউকে উস্কানি দেননি। যদি আমার আর উনার রক্তের গ্রুপ মিলে যায়, আমি আমার কিডনি দান করতে চাই। উনি যেন ১০০ বছর বাঁচেন, ভারতের ও আমাদের মঙ্গল করুন।”
বিনোদন
বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর — শোকপ্রকাশ অনুপম খেরের
অভিনেতা আরও অনুরোধ জানান, সবাই যেন মহারাজের সুস্থতার জন্য প্রার্থনা করেন।
জেল থেকে মুক্তির পর আজ়াজ খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন বলেই মনে করছেন অনেকে। নেটিজেনদের একাংশ বলছেন, এই পদক্ষেপ প্রমাণ করে— নিজের অতীত ভুলে তিনি এখন মানবসেবায় মন দিচ্ছেন।