‘আমার জীবনের সেরা প্রাপ্তি!’..জানুন কোন বিশেষ প্রাপ্তির কথা জানালেন অভিনেত্রী শ্রীময়ী

সম্প্রতি এবার তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির কথা জানালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ প্রাপ্তির ছবিও তুলে ধরেন তিনি। সাথে জুড়ে দেন এই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা। প্রথম থেকেই বিতর্কিত এই অভিনেত্রীর জীবন। অন্যের সংসারে তৃতীয় ব্যক্তি হওয়া থেকে শুরু করে সংসার ভাঙ্গা, এই সমস্ত অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

তবে কখনোই এইসব বিষয়কে গুরুত্ব দেননি তিনি বরং নিজের ভালোবাসার মানুষকেই বেছে নিয়েছেন দিনের শেষে। বর্তমানে তার সাথে সংসারও করছেন তিনি। আর সেই সংসারে আলো হিসেবে জন্ম হয়েছে কন্যা সন্তান কৃষভির। এই মানুষটিই তার জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি। সে কথাই জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যেখানে দেখা যায় তার বুকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কৃষভি। স্নেহের মুহূর্তটি পোস্ট করে তিনি লেখেন, ‘জানিনা আমার জীবনে আমি কী অর্জন করেছি অথবা আমি কী অর্জন করতে চলেছি। তবে আমার মনে হয় আমার জীবনের সেরা প্রাপ্তি হলো আমার মেয়ে কৃষভি। এই পৃথিবীতে মাতৃত্বের থেকে বেশি আনন্দ আর কিছুতে আছে বলে আমার জানা নেই।’

তাদের এই মিষ্টি মুহূর্তের ছবিটি দেখে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। অন্যান্যরাও এই একই বিষয়ে কথা বলেছেন। তারাও সহমত পোষণ করেছেন যে মাতৃত্বই পৃথিবীর সবথেকে আনন্দের অনুভূতি সবথেকে সেরা প্রাপ্তি। উল্লেখযোগ্য শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় স্ত্রী।

এক বছর আগেও তার জীবন ছিল বহুল সমালোচিত। সোশ্যাল মিডিয়া জুরে তাকে নিয়ে চলছিল তুমুল চর্চা। তিনি নাকি কাঞ্চনের সংসারে আগুন ধরিয়েছেন। সেখান থেকে শুরু করে আজ কাঞ্চনের সাথে কন্যা সন্তান নিয়ে সুখে সংসার করা, এই যাত্রা মোটেও সহজ ছিল শ্রীময়ীর জন্য। তবে সেসব ঝড়ঝাপটা সামলে নিয়েছেন তিনি।

error: Content is protected !!