kmc 20240725 200532 AVGpU6be1o

বিদেশে চিকিৎসার ইতিহাসে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে যেখানে কোনো ব্যক্তির দেহের ভিতর থেকে নানান ‘ফরেন অবজেক্ট’ বের করে আনা হয়েছে। কিন্তু এবার এই ঘটনা ঘটল ভারতে। এক ব্যক্তির মলদ্বার থেকে একটি ১৬ ইঞ্চির লাউ বের করে আনা হয়েছে। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় একজন কৃষক। তিনি গত কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন।

এরপর তিনি চিকিৎসকের কাছে গেলে তার শরীরের সমস্ত জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত এক্স-রে করে কৃষকের দেহের অস্বস্তির কারণটি পরিষ্কার হয়। এক্স-রে তে দেখা যায় একটি বড়সড় আকারের লাউ মলদ্বারে আটকে রয়েছে। এরপর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন৷ তিনি ভর্তি হওয়ার পর তাকে অস্ত্রোপচার করা হয়।

ডাঃ সঞ্জয় মৌর্য, ডাঃ মনোজ চৌধুরী, ডাঃ আশীষ শুক্লা ও ডাঃ নন্দকিশোর জাটভের তত্বাবধানে দুই ঘন্টা ধরে অস্ত্রোপচার চলে। দুই ঘন্টার অস্ত্রোপচারের পর সেটি সফল হয়। রোগী বিপদমুক্ত তা জানান চিকিৎসকেরা। ১৬ ইঞ্চি দীর্ঘ লাউটি মলদ্বার থেকে বের করে আনতে সফল হয় চিকিৎসকেরা। রোগীর শরীরের অস্বস্তি এখন কেটে গিয়েছে।

তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু একটি প্রশ্নের জবাব এখনও মেলেনি৷ অনেকেই প্রশ্ন করেছেন, এত বড় লাউটি মলদ্বারে গেলো কীভাবে? কিন্তু ওই কৃষক এই প্রশ্নের উত্তর দেননি। এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি কীভাবে হয়েছে তা অজানা থেকে গিয়েছে। অনেকেই মনে করছেন, কৃষকটি বলতে লজ্জা পাচ্ছেন।

mP bottle gourd PGIkQ9EA7A

ডাঃ মনোজ চৌধুরীর অনুমান, অসুস্থতা থেকে ওই কৃষক লাউটি তার মলদ্বারে ঢুকিয়ে থাকতে পারে। যৌন কৌতুহল থেকেও এই কাজ করতে পারেন। এছাড়া টেস্টিকুলার ডিসঅর্ডার বা কোনও দুর্ঘটনা থেকেও এটা হয়ে থাকতে পারে। কিন্তু কীভাবে এত বড় লাউটি মলদ্বারে আটকে গেলো তার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে মধ্যপ্রদেশের ওই হাসপাতালে তরফে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন,
*মহানায়ক সম্মান পেলেন রচনা ব্যানার্জি