সব সুখ দিয়েছেন শ্রীময়ী, তৃতীয় বিয়ের পর কাঞ্চন লিখলেন, ‘বেঁচে নেওয়ার স্বপ্নটাকে’

After his third marriage, Kanchan wrote, 'to survive the dream'.

বিয়ের পর বেশ কিছু ছবি পোস্ট করে স্ত্রী শ্রীময়ী’কে আদুরে বার্তা দিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক! দুটি লাইনের মাধ্যমে মনের সমস্ত কথা উজাড় করে দিয়েছেন তিনি। তুমুল সমালোচনা উপেক্ষা করে গত ২রা মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন কাঞ্চন এবং শ্রীময়ী।

তাদের বিয়ে বর্তমানে হটটপিক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেই কাঞ্চন এতোদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেন, তিনিই সঙ্গীর ছবি পোস্ট করে বেশ কিছু কথা লিখেছেন। কবীর সুমনের সেই বিখ্যাত গানের দুটি লাইন ক্যাপশনে, ‘বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।’

অর্থাৎ গানের লাইনের মাধ্যমে প্রিয়তমাকে মনের কথা জানিয়েছেন তিনি। তবে এই বিষয়টি দেখেও ট্রোল করতে ছাড়েনি নেটিজেনরা। কেউ কেউ যেমন লিখেছেন, ‘আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা! একজন বিধায়কের তিন নম্বর বিয়ে। চতুর্থ বিয়ের জন্য অপেক্ষায় রইলো পশ্চিমবঙ্গবাসী।’

আরেকজন আবার লিখেছেন, ‘পৃথিবীতে সবথেকে সুখী মানুষ হলো সেই ব্যক্তি যার কোনো লজ্জা-শরম নেই।’ এখানেই শেষ নয়, একজন আবার তার সিনেমার সংলাপ উল্লেখ করে বলেন, ‘আমি আর বিয়ে করবো না বাবা বলা ছেলেটাও তিনটে বিয়ে করে নিলো, ভাবা যায়!’ সবমিলিয়ে তাদের বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

উল্লেখযোগ্য, গত ১০ই জানুয়ারী প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। এরপর ১৪ই ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিকার সাথে আইনি বিয়ে সেরেছেন তিনি। অবশেষে সমস্ত নিয়ম মেনে সারাজীবনের জন্য একসাথে পথ চলার বদ্ধপরিকর হলেন তারা।