আমি পৃথিবীতে জন্ম নেওয়ার পর সবাই অখুশি ছিল, ত্বরিতার মেয়েবেলায় কথা শুনলে চোখে অশ্রু আসবে

অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়কে প্রত্যেকদিন অনেক সিরিয়ালে দেখতে পান দর্শকেরা। ইন্ডাস্ট্রিতে তার অবশ্য আরো একটি পরিচয় রয়েছে। তিনি প্রবীণ তারকা তরুন কুমারের নাতির স্ত্রী। কয়েক বছর আগে তারকা সৌরভ চট্টোপাধ্যায়কে তিনি বিবাহ করেছেন। সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা না গেলেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্রে তার অভিনয় সবার নজরে পড়ে বেশ।

কিন্তু তার বাল্য বেলা মোটেই ভালো ছিল না। এক আলোচনায় নিজের বাল্যবেলার কাহিনী বলেন অভিনেত্রী। ত্বরিতা অনেক অল্প বয়সে তার পিতা-মাতাকে হারিয়েছেন। কিন্তু জানেন ছোটবেলা থেকেই কত কষ্টের মধ্যে তাকে বড় হতে হয়েছিল। শুনলে আপনি শিউড়ে উঠবেন।

তিনি একদিকে যেমন অভিনেত্রী তেমন অপরদিকে আবার তিনি ডায়েটিসিয়ানও। তবে তার জীবন যাত্রাটা এত সুমধুর ছিল না। তিনি আজকাল জোশ টকে এসেছিলেন। সেখানেই তার বাল্যবেলার গল্প বলতে বলতে আঁখিতে জল চলে আসে।

ত্বরিতা বলেন, “আমার বড় বোন আছে। যখন আমি জন্মাই তখন পরিবারের সবাই আন্দাজ করেছিল এবার হয়তো পুত্র হবে। কিন্তু তার মায়ের যখন দ্বিতীয়বার কন্যা সন্তান হয় তখন কেউই খুশি হয়নি। কিন্তু আমার পিতা খুব খুশি হয়েছিলেন। তারপর খুব অল্প বয়সেই তার পিতাকে হারিয়েছিলেন। এর জন্য আমার পরিশ্রমটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। বাল্যকাল থেকেই বুঝতে পেরেছিলাম আমাকে এই মায়ের ঢাল হতে হবে।”