অক্ষয় তৃতীয়া কেনাকাটা পূর্বে রাশি মিলিয়েনিন

Akshay Tritiya Check the amount before shopping

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন পালিত হয় অক্ষয় তৃতীয়া হিসেবে। চলতি বছরে এটি পালিত হবে আগামী ১০ই মে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় বিভিন্ন রাশি অনুযায়ী এই দিন বিভিন্ন জিনিস কিনলে তা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে জীবনে। আজ আমরা জানবো কোন রাশির জন্য কী কেনা অত্যন্ত শুভ ওই দিনে।

মেষ: এই রাশির জাতক-জাতিকাদের লাল মসুর ডাল কেনা শুভ। এটি কিনলে আপনার জীবনের সমৃদ্ধি আসবে।

বৃষ: অর্থনৈতিক স্থিতিশীলতা লাভের জন্য এই দিন চাল ও বাজরা কেনা উচিত এই রাশির জাতক জাতিকাদের।

মিথুন: যারা মিথুন রাশির জাতক-জাতিকা রয়েছেন তাদের মুগ ডাল এবং ধনে কেনা উচিত।

কর্কট: এই দিন আপনারা চালের কোনো জিনিস এবং দুগ্ধজাত জিনিস কিনুন। ফলে সেটি আপনার জন্য ভীষণই শুভ হবে।

সিংহ: এদিন যে কোনো একটি ফল কেনা শুভ এই রাশির জাতক-জাতিকাদের।

কন্যা: শাস্ত্রে বলা হয়েছে এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন মুগ ডাল কেনা উচিত।

তুলা: জীবনে সাফল্য লাভের জন্য এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন চাল ও চিনি কেনা উচিত।

বৃশ্চিক: অর্থকষ্ট দূর করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কেনা উচিত গুড়। এতে সংসারে শান্তি ফিরে আসবে।

ধনু: আর্থিক দিক দিয়ে উন্নতি লাভের জন্য এই রাশির জাতক-জাতিকাদের কলা ও চাল কেনা উচিত। 

মকর: মকর রাশির জাতক-জাতিকাদের কেনা উচিত ডাল। ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে।

কুম্ভ: এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন তিল কেনা ভীষণ শুভ। ফলে জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায়।

মীন: এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন হলুদ এবং ডাল কেনা উচিত। ফলে জীবনে সুসংবাদ আসবে।

আরও পড়ুন,
*টানা ১০ বছর গর্ভবতী! এবার থামতে চান তরুণী
*ভবিষ্যৎ জানাবে হাতের আঙুল, আপনারটা মিলিয়ে নিন