কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’ সিনেমা! এরই মধ্যে এবার গ্রেপ্তার হলেন এই সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। জানা গিয়েছে, শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে হায়দ্রাবাদ থেকে। হয়তো অনেকেই জানেন এই সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে মারা গিয়েছেন এক ৩৫ বছর বয়সী মহিলা।
তার ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে। পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি দল তার বাড়িতে পৌঁছায় তাকে হেফাজতে নেওয়ার জন্য। যেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখান থেকেই ম তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
গত ৪ঠা ডিসেম্বর হঠাৎ করেই সন্ধ্যা থিয়েটারে হাজির হন আল্লু অর্জুন। যদিও সেখানে ব্যবস্থাপনা ঠিকঠাক ছিল না। যার ফলে অনেকে প্রবেশ করায় অনিয়ন্ত্রিত ঘটনা ঘটে। হুড়োহুড়িতে পড়ে যান ওই মহিলা। জানা গিয়েছে দুর্বল ব্যবস্থাপনার কারণে শেষে ভীড় এতোটাই বেড়ে যায় যে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
এছাড়া থিয়েটারের কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এমনকি অভিনেতার দলের জন্য কোনো আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। কিন্তু আগে থেকেই থিয়েটার কর্তৃপক্ষ জানতো যে এই অভিনেতা সেখানে উপস্থিত হতে চলেছেন।
এর আগে পুলিশের তরফ থেকে এই ঘটনার সাথে জড়িত থিয়েটারের তিনজনকে গ্রেফতার করেছে। এরপর এবার গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে। জানা গিয়েছে, মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে।