প্রেমিক মানুষ বলেই আমি অবিবাহিত! অয়নদীপের রোমান্সে মুগ্ধ অম্বরীশ ভট্টাচার্য

প্রেম, রোম্যান্স, দুষ্টুমি— সব মিলিয়ে নতুন মাত্রায় ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘চিরসখা’-য় অয়নদীপ চরিত্রে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই দর্শকের আগ্রহ বাড়িয়েছে। বহুদিন পর এমন এক চরিত্রে দেখা মিলছে তাঁর, যেখানে নেতিবাচকতার মোড় ঘুরে ধীরে ধীরে ফুটে উঠছে রোম্যান্টিক দিক।

অম্বরীশের কথায়, চরিত্রটির আসল আবেদন রয়েছে এর লেখনীতে। তিনি বলেন, “লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে নায়ক-নায়িকা আসলে চিত্রনাট্যই। অয়নদীপের চরিত্রটা অসাধারণ ভাবে তৈরি হয়েছে। নেতিবাচক থেকে ইতিবাচকের মোড় নেওয়া— সত্যিই অভিনয়ের আনন্দ বাড়িয়ে দেয়।” একই সঙ্গে তিনি পরিচালক দিগন্ত সিন্‌হার প্রশংসাও করেন, যিনি প্রতিটি দৃশ্যকে যত্ন করে গড়েছেন বলে মত অভিনেতার।

রোম্যান্টি6ক অয়নদীপ— বাস্তবেও কি তেমন প্রেমিক অম্বরীশ?

কাহিনিতে দেখা যাচ্ছে, কমলিনীর ননদ কুর্চির স্বামী অয়নদীপ বহুদিন দূরত্বে থাকা সম্পর্ককে ফের স্বাভাবিক করার চেষ্টা করছে। কঠোর, কিছুটা নেতিবাচক স্বভাবের মধ্যেও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তার কোমল, রোম্যান্টিক দিক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে— চরিত্রের এই রোম্যান্টিক দিক কি অভিনেতার ব্যক্তিত্বকেও প্রতিফলিত করে?

অম্বরীশ candid ভঙ্গিতে জানান, “আমি বরাবরই খুব রোম্যান্টিক মানুষ। হয়তো সেই কারণেই এখনও বিয়ে করিনি! মনে হয়, যারা খুব রোম্যান্টিক, তারা বিয়ে করলে যেন রোমান্সটাই শেষ হয়ে যায়। তাই আমার প্রেম-রোম্যান্স সব চরিত্রের মধ্যে বিলিয়ে দিই।”

তাঁর এই রসিক মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

রাজন্যা–অম্বরীশ জুটিতে নতুন মাত্রা

ধারাবাহিকতে অম্বরীশের বিপরীতে রয়েছেন অভিনেত্রী রাজন্যা মিত্র। প্রায় দশ বছরের পরিচয় তাঁদের। বহু ধারাবাহিকে পাশাপাশি কাজ করেছেন তাঁরা। কখনও কাকাশ্বশুরের চরিত্রে অম্বরীশ, কখনও সহ-অভিনেতা— এই দুই তারকার সমীকরণ প্রতিবারই আলাদা রূপ নেয়। নতুন ধারাবাহিকে তাঁদের বদলে যাওয়া সম্পর্ক নিয়েও উৎসাহ বাড়ছে দর্শকের মধ্যে।

অভিনেতার আত্মতুষ্টি

অম্বরীশ মনে করেন, এত বছরেও তাঁকে একঘেয়ে চরিত্রে আটকে রাখেননি লেখক বা পরিচালকরা। বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েই তিনি সবচেয়ে বেশি খুশি। তাঁর কথায়, প্রতিটি নতুন চরিত্রই তাঁর কাছে আলাদা চ্যালেঞ্জ এবং আলাদা আনন্দ।

দর্শকের অপেক্ষা— কেমন মোড় নেবে কুর্চি–অয়নদীপের সম্পর্ক?

নতুন ধারাবাহিকে কাহিনি যেমন এগোচ্ছে, তেমনই চাহিদা বাড়ছে কুর্চি–অয়নদীপের রসায়ন দেখার। নেতিবাচক চরিত্র থেকে ধীরে ধীরে প্রেমময়তায় ফিরে আসা অয়নদীপ কি শেষ পর্যন্ত সম্পর্কটিকে নতুন দিশা দেবে? সেটাই এখন বড় প্রশ্ন।

একদিকে অভিনেতার বাস্তব জীবনের রোম্যান্স-ভরা স্বীকারোক্তি, অন্যদিকে পর্দায় তাঁর প্রেমময় চরিত্র— সব মিলিয়ে অম্বরীশ ভট্টাচার্যের এই প্রত্যাবর্তন যে দর্শকের কাছে উপভোগ্য হতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক